Monday, July 7, 2025
Homeরাজ্যSharemarket: শেয়ার বাজারে মাঝারি পতন, সেনসেক্স নামল ৬২ হাজারের ঘরে, নিফটিও কমল

Sharemarket: শেয়ার বাজারে মাঝারি পতন, সেনসেক্স নামল ৬২ হাজারের ঘরে, নিফটিও কমল

Follow Us :

কলকাতা: থামল ষাঁড়ের দৌড়। অবশেষে সংশোধন শেয়ার বাজারে। বিগত কয়েক দিন ধরে শেয়ার সূচক লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। রেকর্ড উত্থান হয়েছিল শেয়ারের। এবার খানিকটা কমে তাতে সমতায় ফিরল শেয়ার সূচক (Share Index)। পরপর ৮ দিন উত্থানের পর মাঝারি পতন হল শেয়ারের। ৬৩ হাজারের ঘর থেকে সেনসেক্স (Sensex) নামল ৬২ হাজারের (62868.50) ঘরে। গত সপ্তাহের মঙ্গলবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত টানা উত্থান (Rise) দেখেছিল শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স পড়েছে ৪১৫.৬৯ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে  ৬২,৮৬৮.৫০ পয়েন্টে। এদিন নিফটি-র (Nifty) পতন হয়েছে ১১৬.৪০ পয়েন্ট বা ০.৬২ শতাংশ। দিনের শেষে নিফটি দাঁড়িয়েছে ১৮,৬৯৬.১০ পয়েন্টে। শেয়ার বাজার সূত্রে জানা গিয়েছে, এই পতনের ফলে নিফটি ফিফটি-র কোম্পানির মধ্যে ১৬টি কোম্পানি লাভের মুখ দেখেছে। ক্ষতি হয়েছে ৩৪টি কোম্পানির। 

আরও পড়ুন: Boxa Forest Beer: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ভাল্লুক 
এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchenge) বা এনএসই-র অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১১২৫টি কোম্পানি আর্থিক বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৮৫৪টি কোম্পানির শেয়ার দর। 
দৌড় বাড়তে থাকায় অনেকে শেয়ারে বেশি পরিমাণে লগ্নি করেছিলেন। এদিন তাদের অনেককেই হতাশ হয়েছে। দালাল স্ট্রিটে (Dalal Street) কয়েক দিনের টানা উচ্ছ্বাসের ছবি এদিন খানিকটা ম্লান দেখিয়েছে। তবে, ওয়াকিবহালের মতে, এটি সাধারণ ঘটনা। উত্থান-পতন নিয়ম মাফিক হয়। বরং এইভাবে শেয়ারের উত্থানই অনেককে চমকে দিয়েছিল। 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39