skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeআন্তর্জাতিকAsteroid 2023 DZ2 | পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে দৈত্যাকার গ্রহাণু, বিপদ...

Asteroid 2023 DZ2 | পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে দৈত্যাকার গ্রহাণু, বিপদ আছে কি?

Follow Us :

ফের পৃথিবীর (Earth) আকাশে দৈত্যাকার গ্রহাণুর (Asteroid) আবির্ভাব ঘটতে চলেছে। ২৫ মার্চ শনিবার দুপুর ৩টে ৫২ মিনিট নাগাদ পৃথিবী এবং চাঁদের কক্ষপথের পাশ দিয়ে উড়ে যাবে গ্রহাণুটি (Asteroid)। এটির ব্যাস (Diameter) প্রায় ৩০০ ফুট। বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি গোটা শহরকে নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট এটি। তবে, সৌভাগ্যবশত পৃথিবী কিংবা চাঁদ কারওরই কোনও ক্ষতি হবে না। বিজ্ঞানের পরিভাষায় এই গ্রহাণুর নাম 2023 DZ2 (2023 DZ2)। 

পৃথিবীর (Earth) পাশ থেকে গ্রহাণুর (Asteroid) উড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু সেসব আকারে এত বড় হয় না। আমাদের গ্রহ থেকে মাত্র ১ লক্ষ ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে উড়ে যাবে 2023 DZ2 গ্রহাণুটি। বলা যায়, পৃথিবীর একদম গা ঘেঁষে সেটি বেরিয়ে যাবে। তবে তাতে বিপদের কিছু নেই, বরং এই ঘটনা  মহাকাশ গবেষণার কাজে আরও সাহায্য করবে। এত কাছ থেকে এত বড় গ্রহাণুকে যাচাই করার সুযোগ পাবেন মহাকাশ বিজ্ঞানীরা। 

আরও পড়ুন:WPL 2023 | পিছিয়ে নেই মেয়েরাও, প্রত্যাশা মতোই ফাইনালে মুম্বই-দিল্লি

নাসা জানিয়েছে, এই ধরনের ঘটনা এক দশকে একবারই ঘটে। এক দশক আগে মহাজাগতিক কর্মকাণ্ডের আঁচ এসে পড়েছিল বসতি এলাকায়। তার আঁচে গোটা শহরের জানলা-দরজা উড়ে গিয়েছিল। এক দশক আগে পৃথিবীর গাঁ ঘেঁষে গ্রহাণু যাওয়ার সময় এমনই অবস্থা হয়েছিল রাশিয়ার শুলিয়াবিনস্ক শহরের। 

উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলীয় অঞ্চলের লা পালমা অবজারভেটোরি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার 2023 DZ2 গ্রহাণুটি আবিষ্কৃত হয়। সেটির ব্যাস ১৩০ থেকে ৩০০ ফুটের মধ্যে। ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই গ্রহাণুটি ৩.১৭ বছরে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর কক্ষপথ পেরিয়েই এগিয়ে চলে সেটি। কোথা থেকে এর উৎপত্তি যদিও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত আবিষ্কৃত গ্রহাণুর অধিকাংশই মঙ্গল এবং বৃহস্পতির গ্রহাণু বলয়ের বাসিন্দা। বৃহস্পতির সংস্পর্শে এসে সেগুলি মূল কক্ষপথ থেকে ছিটকে যায়। শনিবার 2023 DZ2 চাঁদের ৫ লক্ষ ১৫ হাজার কিলোমিটারের মধ্যে অতিক্রম করবে এবং তার কয়েক ঘণ্টা পরে, এটি ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিমি বেগে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাবে।

প্রসঙ্গত, পৃথিবীকে গ্রহাণুর ‘আক্রমণ’ থেকে রক্ষা করে চলেছে বৃহস্পতি। সৌরজগতের সবথেকে বড় গ্রহ তার প্রবল মাধ্যাকর্ষণ শক্তিতে মহাজাগতিক বস্তুদের নিজের দিকে টেনে নেয়। যার ফলে রক্ষা পায় আমাদের সাধের বাসস্থল। শুক্রবারও এক মহাজাগতিক মহাসংযোগ দেখা গিয়েছিল। একফালি চাঁদের ঠিক নীচে অবস্থান করছিল শুকতারা। এই দৃশ্য যাঁরা দেখতে পেয়েছেন তাঁরা বেজায় খুশি, আশ্চর্য হয়েছেন অনেকেই। তবে এই মন-মুগ্ধকর দৃশ্যটি কয়েক মিনিটের মধ্যে মিলিয়ে যায়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স (Indian Institute of Astrophysic)-এর তরফে টেলিস্কোপ এবং ক্যামেরা ব্যবহার করে হ্যানলে থেকে এই মহাজাগতিক দৃশ্যটি ‘লাইভ স্ট্রিম’ করা হয়। রমজানের প্রথম সন্ধ্যায় এই মহাজাগতিক দৃশ্য কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা গিয়েছে। 

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
EVM | EVM কাণ্ড, ৪৮ লাখ ভোটের তফাৎ ,মামলা গড়াল সুপ্রিম কোর্টে
00:00
Video thumbnail
Top News | বিজেপি সদর দফতরের বাইরে বোমা, এলাকা ঘিরল পুলিশ
00:00
Video thumbnail
Nabanna | ঘর পেয়েছেন? চিন্তা নেই, আবাসের সমীক্ষা নবান্ন শুরু করবে জুলাইয়ে!
00:00
Video thumbnail
BJP West Bengal | বাংলাতেই কেন হিংসা? বিমানবন্দরে নেমেই প্রশ্ন বিজেপির কেন্দ্রীয় দলের
00:00
Video thumbnail
Suvendu Adhikari | দুর্গাপুজোতেও কেন্দ্রীয় বাহিনী ! বিজেপির পুজোর দাবি
02:09:12
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপিনিয়ন্ত্রণ হচ্ছে ইভিএমএভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
04:31
Video thumbnail
Weather Update | সুখবর! বর্ষার বৃষ্টি কবে থেকে? বিরাট আপডেট
04:36:05
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
07:32:43
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
02:37:27
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
02:57:13