skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollবাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন বড়তলায়

বাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন বড়তলায়

Follow Us :

কলকাতা: বাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ। বুধবার ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকার রায়বাগান স্ট্রিটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মীনাক্ষি ভট্টাচার্য। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন প্রৌঢ়ার ছেলে বিনায়ক ভট্টাচার্যও। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী মীনাক্ষির বাড়িতে আচমকাই চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে মীনাক্ষি ও তাঁর নাবালক ছেলেকে কুপিয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বড়তলা থানার পুলিশ। মা ও ছেলেকে গুরুতর জখম অবস্থায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা মীনাক্ষিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ছাত্রদের হাতে নিগৃহীত, ধরনায় যাদবপুরের উপাচার্য

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে এই হামলা, এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular