skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollনাবালকত্ব প্রমাণে প্রথম স্কুলের সার্টিফিকেট নিষ্প্রয়োজন, রায় বোম্বে হাইকোর্টের

নাবালকত্ব প্রমাণে প্রথম স্কুলের সার্টিফিকেট নিষ্প্রয়োজন, রায় বোম্বে হাইকোর্টের

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছে নাবালক তার একটি সার্টিফিকেট পেশ করলেই হবে

Follow Us :

মুম্বই: নাবালকত্ব প্রমাণে প্রথম স্কুলের সার্টিফিকেট (School Certificate) নিষ্প্রয়োজন। রায় বোম্বে হাইকোর্টের (Bombay High Court)।

ডেট অফ বার্থ বা জন্মের তারিখ প্রমাণে অভিযুক্তের প্রথম স্কুলের সার্টিফিকেট আনার দরকার নেই। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছে, তার যেকোনো একটি থেকে সার্টিফিকেট পেশ করলেই হবে। ২০১৫ সালের নয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী। মন্তব্য আদালতের।

আরওপড়ুন: আদালতের হাজিরা থেকে রেহাই মিলল না বিদ্যুৎ চক্রবর্তীর

অপহরণ ও ধর্ষণের পাশাপাশি পকসো আইনেও অভিযোগ দায়ের হয়। ২০১৮ সালে, ঘটনার সময় ‘নাবালক ছিলাম’ বলে দাবি করে অভিযুক্ত। নিম্ন আদালত ২০০৭ সালের পুরনো জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী তাকে অভিযুক্ত করে। পাশাপাশি নাবালকত্ব প্রমাণে প্রথম যে স্কুলে সে ভর্তি হয়েছিল, সেখান থেকে সার্টিফিকেট পেশ করার নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি এস এম মোদক নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে নয়া আইন অনুযায়ী অভিযোগের বিচার করার নির্দেশ।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular