skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদননারী দিবসে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন সৃজিৎ
Srijit Mukherjee

নারী দিবসে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন সৃজিৎ

মেয়েকে নিয়ে আবেগী পোস্ট সৃজিতের

Follow Us :

কলকাতা: কিছুদিন আগেই সৃজিৎ মুখোপাধ্যায় (Srijit Mukherjee) তাঁর ঘরে নতুন সদস্যের আসার খবর জানিয়েছেন। কেরালা থেকে সৃজিৎ নিয়ে এসেছেন আফ্রিকান বল পাইথন (Ball Python)। ভালোবেসে কন্যা স্নেহে তার নাম রেখেছেন ‘উলুপী’। বয়স ১১ মাস। হিন্দু পুরাণ মতে ‘উলুপী’ নাগকন্যার নাম। আদর করে সৃজিত পাইথন ‘কন্যা’-র নাম রেখেছেন তাই ‘উলুপী’।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৭)

‘উলুপী’-কে কবে দেখা যাবে, সেদিন প্রশ্ন অনেকেই করেছিলেন। শুক্রবার উত্তর এল। ‘উলুপী’-কে প্রকাশ্যে আনলেন সৃজিৎ। এত দিন পোষ্যকে আড়ালেই রেখেছিলেন সৃজিত। আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন পরিচালক।

আরও পড়ুন: রামরাজ্যে প্রার্থী হচ্ছেন রামায়ণের রাম!

কালোর মধ্যে হলুদ ছাপ ‘উলুপী’-র গায়ে। এখন তার ঠিকানা সৃজিত মুখোপাধ্যায়ের লেক গার্ডেন্সের ফ্ল্যাটে, পরিচালকের বেডরুমে। এদিন মেয়েকে নিয়ে আবেগী পোস্টে সৃজিৎ লেখেন তুই হেসে উঠলেই, সূর্য লজ্জা পায়।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular