skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsভারী বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ২১, ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনা

ভারী বৃষ্টি-ধসে কেরলে মৃত্যু বেড়ে ২১, ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সেনা

Follow Us :

 তিরুঅনন্তপুরম: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি-ধসে কেরলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৷ তাঁদের মধ্যে অধিকাংশজনই ইদুক্কি ও কোয়াট্টাম জেলার বাসিন্দা৷ এই দুই জেলায় সব চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ লর্ড আয়াপ্পার ভক্তদের আজ রবিবার ও কাল সোমবার সরবীমালা মন্দিরে না আসার অনুরোধ করা হয়েছে৷ সার্বিক পরিস্থিতি থেকে মোকাবিলায় জোরকদমে উদ্ধারের কাজ চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, এটা দুঃখজনক ভারী বৃষ্টি-ধসে কেরলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই’৷

রবিরার কেরলের ক্ষতিগ্রস্থ জেলা গুলিতে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি থামেনি বলা চলে৷ নতুন করে বৃষ্টিতে রাজ্যের কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ বৃষ্টি-ধসে ক্ষতিগ্রস্ত কেরলের পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারি চলছে৷ কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকার সাহায্য করবে৷ উদ্ধার কাজে সাহায্যের জন্য এনডিআরএফ টিম পাঠানো হয়েছে৷ সকলের সুস্থ ও নিরাপদ থাকার প্রার্থনা করি৷’

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, দমদমে নামতে পারল না ৪টি বিমান

ভারী বর্ষণে সবথেকে বেশি প্লাবিত হয়েছে কোট্টায়াম এবং ইদ্দুকি জেলা৷ মৌসম ভবনের পূর্বাভাসের পর শুক্রবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণী রাজ্যে৷ তার পর শনিবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন৷ পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জোরকদমে উদ্ধারকার্য চালিয়ে যাওয়ার নির্দেশ দেন৷ কোট্টায়ামের বহু এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় অনেক মানুষ আটকে পড়েন৷ তার উপর জায়গায় জায়গায় ধস নামতে শুরু করে৷ ধসের জেরে অনেকেই নিখোঁজ হয়ে যায়৷ তাঁদের খোঁজ পেতে সেনাকে ডাকা হয়৷

ওই ধসেই চাপা পড়ে রবিবার সকালে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয়৷ ধীরে ধীরে মৃত্যু সংখ্যা বাড়তে থাকে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কেরলের বন্যায় ১৯ জনের মৃত্যু হয়েছে৷ তবে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি৷ ভারী বৃষ্টির জেরে বাঁধগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে৷ ফলে জল ছাড়তে শুরু করেছে প্রশাসন৷ তাতে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে মালাপ্পুরম, আলাপ্পুঝা, এরনাকুলাম, ত্রিশূর, ফালাক্কাড, কোট্টায়াম, কুন্নুর এবং কোল্লামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি করে টিম পাঠানো হয়েছে৷

আরও পড়ুন: বিসর্জন চলাকালীন বাঁজা কদমতলা ঘাটে জোড়া দেহ উদ্ধার

কেরলের পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ রবিবার সকালে টুইট করে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ লেখেন, ‘প্রবল বর্ষণের ফলে কেরলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার দিকে আমাদের নজর রয়েছে৷ কেরলবাসীর পাশে কেন্দ্র রয়েছে৷ তাদের কাছে সবরকম সাহায্য পৌঁছে দেবে সরকার৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে পাঠানো হয়েছে৷ সকলের সুরক্ষা কামনা করছি৷’ টুইট করেন সাংসদ রাহুল গান্ধী৷ লেখেন, ‘কেরলবাসীর কথাই চিন্তা করছি৷ সবাই নিরাপদে এবং সাবধানে থাকবেন৷’

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
BJP | NDA-কে চাপে রাখতে, টিডিপির পাশে INDIA ! স্পিকার পদে বেসামাল বিজেপি?
00:00
Video thumbnail
N. Chandrababu Naidu | টিডিপির জোড়া শর্ত, বেসামাল বিজেপি এনডিএ ছাড়বেন চন্দ্রবাবু
00:00
Video thumbnail
Suvendu Adhikari | মমতার জন্য বন্ধ রাজভবনের দরজা জানিয়ে দিলেন শুভেন্দু
00:00
Video thumbnail
Election Commission | মোবাইলে আসছে ওটিপি নিয়ন্ত্রণ হচ্ছে ইভিএম, এভাবেই কি জিতল NDA? সত্যিটা কী?
00:00
Video thumbnail
Election Commission | মোবাইল ফোনে খুলছে ইভিএম! সবথেকে বড় 'ভোট-দুর্নীতিতে', কী বলবে নির্বাচন কমিশন?
00:00
Video thumbnail
Belgharia News | বেলঘরিয়ার ব্যবসায়ী কে জেল থেকেই বারবার ফোন, কী দাবি কুখ্যাত দুষ্কৃতির?
00:00
Video thumbnail
TMC | CPIM | বামশিবিরে রামধাক্কা, ৪০ বছর দল করে সিপিএম থেকে তৃণমূলে
00:00
Video thumbnail
Abhishek Banerjee | অপারেশন শেষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন আছেন?
00:00
Video thumbnail
Suvendu Adhikari | আজও রাজভবনের গেটে শুভেন্দু অধিকারী, ভেতরে ঢুকতে পারবেন?
00:00
Video thumbnail
EVM | Rahul Gandhi | EVM হ্যাকিং? FIR হতে চলেছে? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
00:00