skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsChess: প্রথমবাবের দাবা ওলিম্পিয়াড ২৮ জুলাই চেন্নাইয়ে

Chess: প্রথমবাবের দাবা ওলিম্পিয়াড ২৮ জুলাই চেন্নাইয়ে

Follow Us :

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। তারই মধ্যে ইন্টারন্যাশানাল চেস ফেডারেশন(FIDE)-ফিডে খুঁজছিল নতুন কোনও আয়োজক। আমন্ত্রন জানানো হয়েছিল, নুতনদের। অল ইন্ডিয়া চেস ফেডারেশন (AICF) এক সপ্তাহের মধ্যই যাবতীয় শর্তে রাজি হয়ে যায়। এই প্রথমবার ওলিম্পিয়াড হচ্ছে ভারতে। ২৮ জুলাই থেকে ১০ আগস্ট চেন্নাইয়ে বসতে চলেছে এই আসর।

বিশ্বের সবচেয়ে বড় দাবা প্রতিযোগিতা এটি। ৪৪তম আসরটি বসতে চলেছে ভারতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের দাবাড়ুরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্বের নানান প্রান্ত থেকে অংশ নেবেন। জাতীয় দাবা সংস্থার সচিব ভারত সিং চৌহান বলেছেন,‘ভারতের কাছে এ এক বিরাট সম্মানের। এই টুর্নামেন্টটি বিশ্বের দাবা দরবারে ভারতের অবস্থান আরও জোরদার করে তুলবে’।

এই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল রাশিয়ায়। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সে দেশে চলছে যুদ্ধ। ১০ মিলিয়ন ডলার গ্যারান্টি মানি দিয়ে ভারত এই টুর্নামেন্টটি করতে চলেছে।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular