skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরAsansole: স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক ও যুবক

Asansole: স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক ও যুবক

Follow Us :

আসানসোল: পাথর খাদানে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নাবালক এবং এক যুবক৷ মর্মান্তিক ঘটনাটি আসানসোলের উত্তর থানার কেডি সিম কোলিয়ারি এলাকার৷ পুলিস জানিয়েছে, মহম্মদ ফারহান (১৬) এবং মহম্মদ বরকতউল্লাহ আনসারি নামে দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তাদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে৷ কিন্তু অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে৷

আসানসোলের বুধা এলাকার বাসিন্দা মহম্মদ ফারহান৷ অপরজন মহম্মদ বরকতউল্লাহ আনসারীর বাড়ি আসানসোলের ইসলামপুরে৷ স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে পাথর খাদানে কয়েকজন যুবক স্নান করতে নেমেছিল৷ তাদের মধ্যে দু’জন তলিয়ে গিয়েছে৷ অনেক খোঁজাখুজির পরেও তাঁদের হদিশ না মেলায় পুলিসকে ডাকা হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোলের উত্তর থানার পুলিস৷ পুলিস আসার আগে স্থানীয়রা খাদানের জলে দুই জনকে খোঁজার চেষ্টা করে৷ কিন্তু কাউকে উদ্ধার করা যায়নি৷ ডাকা হয় উদ্ধারকারী দলকে৷ এদিকে তলিয়ে যাওয়া যুবকদের কোনও খবর না পেয়ে ভেঙে পড়েছে দুই পরিবার৷

আরও পড়ুন: Jangipara: জাঙ্গিপাড়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার

RELATED ARTICLES

Most Popular