Sunday, June 16, 2024

Homeজেলার খবরAsansol By Election 2022 Campaign: রবিবাসরীয় প্রচারে আসানসোলে সূর্যের তাপকেও হার মানাল...

Asansol By Election 2022 Campaign: রবিবাসরীয় প্রচারে আসানসোলে সূর্যের তাপকেও হার মানাল ভোটের উত্তাপ

Follow Us :

আসানসোল: শেষ রবিবার। সূর্যের গরমকে হার মানাল ভোটের গরম। আসানসোলের পিচ গলা রোদকে খামোশ করে হাঁটলেন শত্রুঘ্নর সমর্থকেরা। পিছিয়ে ছিলেন না বিজেপি বা কংগ্রেস নেতারা।

যে আসানসোল ১৯-এ তাদের ফেরায়নি। সেখান থেকেই দিল্লির টিকিট কাটতে চান এককালের ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। লড়াইটা যে সহজ হবে না বিহারি বাবুর সঙ্গে, তা বুঝেছিলেন আগেই। মমতার হাত ধরে ঘাসফুলে আসা শত্রুঘ্ন তাই বলছেন, গত দুইবারে যে অপমান আসানসোলের মানুষ সহ্য করেছেন, যে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে তার বদলা এবার পাওয়া যাবে।

বিধানসভা ভোটে শূন্যে নেমে যাওয়া কংগ্রেস আসানসোল থেকে কিছুটা অক্সিজেন পেতে চায়। বহরমপুরের এককালের বেতাজ বাদশা তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীও শেষ দিনে আসানসোলের রোদে পুড়তে পিছপা হলেন না।

বামেরাও নিজেদের মতো করে প্রচার সারলেন। যে আসানসোল নিয়ে এককালে তারা গর্ব করতেন সেই শিল্প শহর আজ লাল পার্টি থেকে মুখ ফিরিয়েছে। গোটা রাজ্যে বিধানসভা ভোটে শূন্যে নেমেছে। সেই বামেরাও এই আসানসোলকে পাখির চোখ করছে। সব থেকে বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে মহম্মদ সেলিমের কাছে। দায়িত্ব পাওয়ার পর কীভাবে প্রথম পরিক্ষায় দলকে উতরতে পারেন সেই চিন্তাই এখন সিপিএমের রাজ্য সম্পাদকের কাছে বড় চ্যালেঞ্জ।

প্রচারে অগ্নিমিত্রা পল

আরও পড়ুন- Hiran Chatterjee: অস্ত্র হাতে তুলে নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ

এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলও শেষ দিনের প্রচার রামনবমীকে সামনে রেখে। আসানসোল ও রানিগঞ্জে শোভাযাত্রায় অংশ নেন বিজেপি প্রার্থী ও সমর্থকরা। রবিবার আসানসোলের বার্নপুরের স্টেশন রোড থেকে তৃণমূলের একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর সঙ্গে মন্ত্রী মলয় ঘটক এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ।

প্রচারে অধীর চৌধুরী

এদিন প্রায় ৫ কিমি হেঁটে প্রচার সারলেন অধীর চৌধুরীও। শেষ দিনের নির্বাচনী প্রচার করেন আসানসোল লোকসভা উপনির্বাচনের সিপিএম প্রার্থী পার্থ মুখার্জি। রবিবার কোর্ট মোড় থেকে এসবি গরাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের রোড শোয়ে সিপিএম প্রার্থী পার্থ মুখার্জির সঙ্গে উপস্থিত ছিলেন ঐশী ঘোষ।

সিপিএমের প্রচার
RELATED ARTICLES

Most Popular