skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরAsansol TMC Joining: আসানসোলে লোকসভা উপনির্বাচনের আগেই বিতর্ক, তৃণমূলে যোগ নির্দল-সহ দুই...

Asansol TMC Joining: আসানসোলে লোকসভা উপনির্বাচনের আগেই বিতর্ক, তৃণমূলে যোগ নির্দল-সহ দুই কাউন্সিলারের

Follow Us :

আসানসোল: আসানসোল লোকসভা উপনির্বাচনের আগেই শক্তি বাড়ল তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন আসানসোল পুরসভার কংগ্রেস কাউন্সিলার (Congress Councillor Joined In TMC At Asansol Municipal Corporation)। জাকির হোসেন (৫৯ নম্বর ওয়ার্ড) এবং নির্দল কাউন্সিলার টুম্পা চৌধুরি  (৬৭নম্বর ওয়ার্ড)। এদিন আসানসোলের রবীন্দ্রভবনের এক দলীয় অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।  যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

পুরভোটের সময় দল থেকে ভোটে লড়াই করার টিকিট না পেয়ে অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন। এদিন দুই কাউন্সিলর ছাড়াও বেশ কয়েকজন কর্মীসমর্থকও আবার তৃণমূলে যোগদান করেন। যাদের মধ্যে চাঁদ খান নামে এক সমর্থকের যোগদান নিয়েই বাধে বিতর্ক। কারণ নির্বাচনের আগে জেএমএম দলে যোগ দিয়েছিলেন তিনি। এমনকী বিগত ভোটে তৃণমল প্রার্থীকে হারাতেও খুব সাহায্য করেছিলেন চাঁদ খান। কাজেই  দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল কুলটির ব্লক সভাপতি বিমান আচার্য।

এদিন যোগদান অনুষ্ঠানের পরেই ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, ‘ব্লক সভাপতি ছাড়াই তৃণমূলে যোগদানের অনুষ্ঠান করা হয়েছে। তাছাড়া আমি মন্ত্রী মলয়দা (মলয় ঘটক) কে অনুরোধ করেছিলাম চাঁদ খানকে দলে না নিতে। চাঁদ খান বিগত ভোটে আমার বিরুদ্ধে অন্য দল থেকে লড়েছে। দলের এই সিদ্ধান্তে এতে আমি দুঃখ পেলাম। তাই আমিও ভাবছি আগামী দিনে চিন্তা ভাবনা করব।’

আরও পড়ুন- Asansol By-Election 2022: আসানসোল উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু, বাড়িতে বসেই ভোট দিলেন বয়স্ক ভোটাররা

যদিও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, ‘আমরা ৯১টি ওয়ার্ডে জয়লাভ করেছিলাম। আজকে দুই কাউন্সিলর যোগ দেওয়াতে আমাদের দলে ৯৩ জন কাউন্সিলর হল। আরও চার জন কাউন্সিলর যোগদান করবে বলে আবেদন করে রেখেছে।’

RELATED ARTICLES

Most Popular