skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollBarasat: মধ্যমগ্রামে একই লাইনে দু'টি ট্রেন, দুর্ঘটনা থেকে রক্ষা

Barasat: মধ্যমগ্রামে একই লাইনে দু’টি ট্রেন, দুর্ঘটনা থেকে রক্ষা

Follow Us :

বারাসত: রেল লাইনের পয়েন্টের গোলমালের কারণে মধ্যমগ্রাম স্টেশনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল। রবিবার বেলা সাড়ে ১১টার ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে ঢোকার সময় এক নম্বর লাইনের বদলে দু’নম্বর লাইনে ঢুকে যায়। সেই সময় ৫০ থেকে ১০০ মিটার পিছনেই ছিল ডাউন হাবড়া লোকাল। অবশেষে ট্রেনের চালক ও গার্ডের দক্ষতায় রক্ষা পায় দুর্ঘটনা। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়নি।

প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে মধ্যমগ্রাম স্টেশনে ডাউন বনগাঁ লোকাল দাঁড়িয়ে থাকে। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মত প্রত্যক্ষদর্শীদের। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে আপ হাবড়া লোকাল। ধৈর্য হারান ট্রেনের যাত্রীরা। এ বিষয়ে স্টেশন মাস্টার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে। এখনও পর্যন্ত বেশ কিছু স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে বলে জানা গিয়েছে। সাড়ে ১১টার ডাউন বনগাঁ লোকাল ক্যাস ট্রেন ছিল। এই ঘটনার জেরে বনগাঁ লাইনের সমস্ত লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে। আপ ও ডাউনের সমস্ত ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে।

আরও পড়ুন: Mamata Banerjee CBI: তদন্ত না করে সিবিআই বিজেপির কাজ করলে পথে নেমে আন্দোলন করব, হুশিয়ারি মমতার

RELATED ARTICLES

Most Popular