skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsPost Poll Violence: ভোট পরবর্তী হিংসায় ডাক পড়ল আইসিডিএস স্টোর কিপারের

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় ডাক পড়ল আইসিডিএস স্টোর কিপারের

Follow Us :

বহরমপুর: ভোট পরবর্তী হিংসার সাক্ষী হিসেবে আইসিডিএস স্টোর কিপারকে ডেকে পাঠালো সিবিআই। বহরমপুর ইন্দ্রপ্রস্থের বাসিন্দা নিলয় বাগচীকে আগামী ২০ জুন অর্থাৎ সোমবার দুর্গাপুরে হাজিরা দিতে বলা হয়েছে। ওই চিঠি পেয়ে চিন্তায় পড়েছেন নিলয় বাবু। তিনি বলেন, চন্দননগরে আইসিডিএস প্রোজেক্টের স্টোর কিপার কাম স্টাইপেন্ড পদে চাকরি করেন তিনি। বিধানসভা ভোটের সময় হুগলির খানাকুল এলাকায় ডিউটি পরেছিল তাঁর। তিনি ভোটের ফাস্ট পোলিং অফিসার হিসেবে কাজ করেছিলেন। সেখানে কোনও গণ্ডগোল হয়নি অথচ কেন তাঁকে সিবিআই ডেকে পাঠালো সেটা তিনি বুঝতে পারছেন না। তবে সিবিআই এর সঙ্গে দেখা করতে তিনি অবশ্যই দুর্গাপুর যাবেন বলে জানান নিলয় বাগচী।

RELATED ARTICLES

Most Popular