skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরSpiceJet Turbulence: এয়ার টার্বুল্যান্সের ঘটনার তদন্ত শুরু, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য

SpiceJet Turbulence: এয়ার টার্বুল্যান্সের ঘটনার তদন্ত শুরু, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য

Follow Us :

অন্ডাল:  রবিবার রাতে মুম্বই থেকে অন্ডালমুখী বিমান এয়ার টার্বুল্যান্সে পড়ার ঘটনায় তদন্তের কথা জানালেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সোমবার তিনি টুইট করে জানিয়েছেন, মুম্বই থেকে আসার পথে দুর্গাপুরের কাছে এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে। তাতে যাত্রীরা আহত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) এই নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে কমিটি। তদন্ত শেষ হওয়ার পরে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে এই এয়ার টার্বুল্যান্সের ঘটনায় স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের SJ-945 বিমান এয়ার টার্বুল্যান্সের ঘটনায় ইতিমধ্যেই বিমান কর্মীদের আপাতত বসিয়ে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ডিউটিতে রাখা হবে না।

আরও পড়ুন- Benagl Weather: ঝড়বৃষ্টির টি-টোয়েন্টিতে গোহারা গরম, ঝোড়ো ব্যাটিং কালবৈশাখীর

এই ঘটনায় অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্পাইসজেটের ওই বিমানটি দুর্গাপুর থেকে ১০৯ কিলোমিটার দূরে ছিল। বিমানটিকে কন্ট্রোল করছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। অবতরণের ঠিক ২৫ মিনিট আগে জোরে হাওয়া দিতে শুরু করে। ফলে এয়ার টার্বুল্যান্সের মধ্যে পড়ে বিমানটি। অসুস্থদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় যাত্রী ছাড়াও আহত হয়েছেন ৩ বিমান সেবিকা।

RELATED ARTICLES

Most Popular