skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsVisva Bharati : অনলাইন বৈঠকে উপাচার্যকে অশ্লীল গালাগাল, অস্বস্তিতে বিশ্বভারতী

Visva Bharati : অনলাইন বৈঠকে উপাচার্যকে অশ্লীল গালাগাল, অস্বস্তিতে বিশ্বভারতী

Follow Us :

বীরভূম : বিশ্বভারতীর (Visva Bharati) অনলাইন বৈঠক চলাকালীন মিউজিক থেরাপিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakrabort) অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠল। মঙ্গলবার সন্ধেয় বিশ্বভারতীর আধিকারিক ও কর্মীদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে চলছিল মিউজিক থেরাপি। সেই সময় কোনও অজানা অ্যাকাউন্ট থেকে ওই বৈঠকের লিঙ্কে ঢুকে উপাচার্যকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে থাকে এক ব্যক্তি। প্রায় সঙ্গে সঙ্গেই বৈঠক থেকে ওই অ্যাকাউন্টকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু ওই বৈঠকের অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছে। এর ফলে বিড়ম্বনায় পড়েছেন উপাচার্য এবং বৈঠকের অন্য সদস্যরা।

কোভিড পরিস্থিতির মধ্যে বহু দিন ধরেই বিশ্বভারতীতে এই মিউজিক থেরাপির আয়োজন করা হয়। উপাচার্যের উদ্যোগেই সঙ্গীত ভবনের তরফে এই থেরাপির আয়োজন করা হয়েছিল। প্রতি সন্ধেয় ভার্চুয়াল মাধ্যমে এই থেরাপি করা হয়। বিশ্বভারতীর অধ্যাপক এবং অন্য আধিকারিকরা এতে অংশ নেন। এই বৈঠকে কেউ সঙ্গীত পরিবেশন করেন। আবার কেউ অভিনয় করে দেখান। কিন্তু এই বৈঠকে কী করে বহিরাগত প্রবেশ করল, তা নিয়ে ধন্দে পড়েছেন বিশ্বভারতীর আধিকারিকরা। ওই ব্যক্তি এই ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক কোথা থেকে পেলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

অডিওতে শোনা গিয়েছে, ওই ব্যক্তি লিঙ্কে ঢুকে উপাচার্যকে উদ্দেশ করে গালিগালাজ করে। তখন অন্য সদস্যরা তাঁকে লিঙ্ক থেকে বার করে দেন। এর পর উপাচার্যকে বলতে শোনা যায় যে, এটা কোনও ভাল মানুষের কাজ নয়, তা বোঝাই যাচ্ছে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। 

RELATED ARTICLES

Most Popular