skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরPost Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে...

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহকে তলব করল সিবিআই

Follow Us :

বোলপুর: ভোট পরবর্তী হিংসা মামলায় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত্‍ সিংহকে তলব করল সিবিআই। এই মামলায় বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলার তদন্তের জন্যই অভিজিত্‍-কে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল বিধায়ককে নোটিসও পাঠিয়েছে সিবিআই।

আগামী কাল, শনিবার সকাল ১০টা নাগাদ দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছে। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, ‘আমাকে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই ডেকে পাঠিয়েছে। আমি সমস্ত রকমভাবে সহযোগিতা করব। সকাল ১০টা নাগাদ হাজিরা দেব।’ ২০২১-এ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ইলামবাজার থানার গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকার খুন হন। সেই ঘটনা নিয়ে অভিজিতের সঙ্গে কথা বলবেন গোয়েন্দারা।

ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত নির্দিষ্ট কয়েকটি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই রয়েছে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের মামলা। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: Madhyamik Result 2022: মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকীর প্রিয় খেলোয়াড় মিতালি রাজ

RELATED ARTICLES

Most Popular