skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollRabindranath Tagore's Noble Prize: নোবেল চুরির তদন্ত নিয়ে মমতার সুরেই ক্ষোভ শান্তিনিকেতনে

Rabindranath Tagore’s Noble Prize: নোবেল চুরির তদন্ত নিয়ে মমতার সুরেই ক্ষোভ শান্তিনিকেতনে

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দীর্ঘ ১৮ বছর কেটে গিয়েছে বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদক সহ অসংখ্য মূল্যবান সামগ্রী চুরি হওয়ার ঘটনার। যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার মুখ্যমন্ত্রী কলকাতায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সেই পথেই হাঁটলেন বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক ও পড়ুয়ারা।

বিশ্বভারতী পাঠভবনের অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী নোবেল চুরি নিয়ে যে ক্ষোভ প্রকাশ করেছেন বা দুঃখ পেয়েছেন এটা স্বাভাবিক। উনি একজন সাহিত্যপ্রেমী মানুষ। আমরা যাঁরা অধ্যাপনা করি তাঁদের কাছেও অত্যন্ত দুঃখের যে আজও আমরা নোবেল পদক ফিরে পাইনি। তবে, কথায় আছে আশায় বাঁচে চাষা। কোনও একদিন হয়ত নোবেল পদক ফিরে আসবে শান্তিনিকেতনে।

বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক তথা ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি নোবেল চুরি নিয়ে করেছেন সেটা সঠিক। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই নোবেল চুরি তদন্ত নিয়ে ব্যর্থ। এতগুলো বছর কেটে গেল এখনও পর্যন্ত নোবেল চুরির কোনও কিনারা হয়নি। এ নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর প্রতি।

আরও পড়ুন- Rabindra Jayanti 2022: মংপুতে রবীন্দ্র জন্মোৎসব পালিত সাড়ম্বরে

২০০৪ সালে ২৫ মার্চ বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদকসহ বিশ্বকবির ব্যবহৃত নানান মূল্যবান সামগ্রী চুরি হয়। বামফ্রন্ট সরকারের আমলে নোবেল চুরির তদন্তে নামে সিআইডি। পরবর্তী পর্যায়ে বিশ্বভারতী থেকে সিবিআই তদন্তের দাবি উঠলে নোবেল চুরি তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেশ কয়েক বছর সিবিআই নোবেল চুরি তদন্ত প্রক্রিয়া চালায়। নোবেল চুরির তদন্ত প্রক্রিয়ার কোনও কিনারা না করতে পেরে ২০১০ সালে বোলপুর মহকুমা আদালতে নোবেল চুরির তদন্তভার স্থগিত রাখা হয় বলে সিবিআই জানায়।

নোবেল পদক চুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন। ২৫ বৈশাখের অনুষ্ঠানে তিনি বলেন, এখনও আমার দুঃখ হয়। রবীন্দ্রনাথের নোবেল আজও উদ্ধার হয়নি। সিবিআই তদন্ত প্রক্রিয়া ক্লোজ করেছে। নোবেল চুরি সমস্ত তথ্য আদৌ আছে কি না সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্য সরকার নোবেল চুরি তদন্ত করব বলে আর্জি করেছিল কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার তা অনুমতি দেয়নি।

RELATED ARTICLES

Most Popular