skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeজেলার খবরVisva-Bharati University: ফের ছাত্র-বিক্ষোভ বিশ্বভারতীতে, উপাচার্যের ইস্তফা দাবি

Visva-Bharati University: ফের ছাত্র-বিক্ষোভ বিশ্বভারতীতে, উপাচার্যের ইস্তফা দাবি

Follow Us :

বোলপুর: ফের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর উপাচার্যের দফতরের সামনে বলাকা গেটে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পঠন-পাঠন চালু করতে হবে। এছাড়াও উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব বিক্ষোভরত পড়ুয়ারা।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিক্ষোভ শুক্রবার চরম আকার নিল। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করার সময় পড়ুয়াদের বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। সেই সময়ই পড়ুয়াদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বেধে যায় তাদের। পড়ুয়াদের দাবি, বিশ্বভারতীর উপাচার্য বিভিন্ন অনৈতিক কাজকর্ম করছেন। উপাচার্যকে সেই বিষয়ে একটি ডেপুটেশন দিতে গেলে ছাত্রদের বাধা দেওয়া হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে প্রবেশপথ রয়েছে, সেখানে আটকে দেওয়া হয় তাদের।

পড়ুয়ারা এই মুহূর্তে গেটের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ক্যাম্পাস খুলতে হবে। যে তিন পড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে, তাঁদের স্বাভাবিক পঠন-পাঠনে ফিরিয়ে দিতে হবে। শিক্ষাভবনে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে, তার সঠিক তদন্ত করতে হবে। শান্তিনিকেতনের যে জায়গাগুলোয় আগে প্রবেশ করা যেত, যেখানে তালা বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলি খুলে দিতে হবে। সবমিলিয়ে ১২ দফা দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, যতদিন না উপাচার্য বিশ্বভারতী থেকে চলে যাচ্ছেন, ততদিন তাঁদের এই বিক্ষোভ চলবে দফায় দফায়।

আরও পড়ুন: Visva-Bharati University: ফের বিস্ফোরক বিশ্বভারতীর উপাচার্য, শিক্ষাকর্মীসহ রাজ্যের বিরুদ্ধেও সরব

RELATED ARTICLES

Most Popular