skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনকলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আসছে চঞ্চল 'হাওয়া'

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আসছে চঞ্চল ‘হাওয়া’

Follow Us :

দিন কয়েক আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’। চাঞ্চলের সেই ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই দুই বাংলা কাঁপিয়ে দিয়েছে ছবির গান। ‘আটটা বাজে দেরি করিস না’এবং ‘সাদা সাদা কালো কালো’গান দুটি শ্রোতাদের মন জয় করেছে। ছবিটি বাংলাদেশের মুক্তি পেল ভারতে মুক্তি পায়নি। বাংলাদেশ চতুর্থ চলচ্চিত্র উৎসব উপলক্ষে ছবিটি নন্দন ১-এ ২৯ অক্টোবর দেখা যাবে। এছাড়াও উৎসবে ‘হাওয়া’র আরো বেশ কয়েকটি শো আছে। উৎসব চলবে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডঃ হাসান মাহমুদ, গৌতম ঘোষ,বাবুল সুপ্রিয়,জয়া এহসান এবং চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ ছাড়াও বেশ কয়েকটি ছবি উৎসবে দেখানো হবে। যার মধ্যে রয়েছে ‘বিউটি সার্কাস’, ‘আরং’,’পরান’, ‘কালবেলা’র মতো ছবি।
প্রসঙ্গত, বাংলাদেশ অভিনেতা চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি এ দেশেও তার ভক্ত-অনুরাগীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। বাংলাদেশের ‘মনপুরা’,’আয়নাবাজি’,’হাওয়া’র মতো অসাধারণ মানের ছবিতে অভিনয় করে চঞ্চল চৌধুরী সংবাদের শিরোনামে। সে দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবি হাওয়া দেখার জন্য এপার বাংলার দর্শকরাও মুখিয়ে রয়েছেন।

RELATED ARTICLES

Most Popular