skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনরাশমিকার জন্য ৯০০ কিলোমিটার পাড়ি

রাশমিকার জন্য ৯০০ কিলোমিটার পাড়ি

Follow Us :

বলিউড অভিনেতা শাহরুখ খানকে দেখার জন্য নাকি ঘর পালিয়েছিল ছয় কিশোরী। কিন্তু তিনি তো শাহরুখ খান! এ বার রাশমিকা মান্দানাকে এক ঝলক দেখার জন্য ৯০০ কিলোমিটার পথ পাড়ি জমালেন এক ভক্ত। রাশমিকা নাকি এখন ‘ভারতের জাতীয় ক্রাশ’। অথচ ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে বলিউডে রাশমিকার অভিষেক হবে।বলিউডে কোনও ছবি করার আগেই রাশমিকার অসম্ভব ফ্যান ফলোয়ার। একটি সংবাদ মাধ্যম জানাচ্ছে, এই ভক্তের নাম আকাশ ত্রিপাঠী। তাঁর বাড়ি  তেলেঙ্গানা রাজ্যে। সেখান থেকে কর্নাটকে পাড়ি দিয়েছেন আকাশ। প্রথমে ট্রেনে, তার পর অটো চেপে মুগুলা পৌঁছন আকাশ। তার পর গুগল সার্চ করে কর্নাটকের বিরাজপেটে হাজির হন অভিনেত্রীর সেই ভক্ত। বিরাজপেটেই জন্ম রাশমিকার। বাবা-মায়ের সঙ্গে সেখানেই থাকেন। আকাশ সেখানে পৌঁছলেও তিনি  জানতেন না যে, রাশমিকা এই মুহূর্তে মুম্বইয়ের ‘মিশন মজনু’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। বলিউডে প্রথম ছবি শেষ করার আগেই দক্ষিণী এই অভিনেত্রী সারা ভারতে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। পথচারীদের কাছে খোঁজ নিয়ে জানেন রাশমিকার বাড়ির ঠিকানা। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে তারা খবর দেয়। পুলিশ এসে সব শুনে তাঁকে ফিরে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তাতে রাজি নন আকাশ। যখন এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, রাশমিকার সঙ্গে তিনি দেখা করেই যাবেন। পুলিশ তাঁকে জানায় যে, অভিনেত্রী এখন মুম্বইয়ে। কিন্তু তাতেও আকাশের মন মানে না।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ‘মিশন মজনু’। ছবির প্রেক্ষাপট ১৯৭০ সাল। এই ছবিতে রাশমিকার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ছবিতে র এজেন্ট এর ভূমিকায় সিদ্ধার্থকে দেখা যাবে। যদিও রাশমিকার চরিত্র সম্পর্কে কিছুই জানা যায়নি। মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন রাশমিকা মান্দানা। ‘ক্লিন এন্ড ক্লিয়ার ফেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন ২০১২ সালে। কন্নড় ছবি ‘কিরিক পার্টি’ র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। এরপর বেশ কিছু দক্ষিণী জনপ্রিয় ছবিতে তাকে দেখা গেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশমিকা সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভীষ্মা’।

সত্য ঘটনা অবলম্বনে ‘মিশন মজনু’-তে কাজ করছেন। কিন্তু আকাশের ৯০০ কিলোমিটার পাড়ি দেবার সত্য ঘটনা কি জানতে পারবেন রাশমিকা!

RELATED ARTICLES

Most Popular