skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনছোটপর্দায় আল্লু-রণভীর মুখোমুখি

ছোটপর্দায় আল্লু-রণভীর মুখোমুখি

Follow Us :

 দক্ষিণী ছবি দুই জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সুপারহিট ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিটি প্রেক্ষাগৃহে গত ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতুহল তৈরি হয়েছিল। মুক্তির পর দর্শকদের এই ছবি নিয়ে আগ্রহ দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে বলিউডের জনপ্রিয় জুটি রণভীর সিং ও দীপিকা পাড়ুকোনের ‘৮৩’ ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৫ ডিসেম্বর। আন্ডারডগ থেকে ক্রিকেট বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়ার পিছনের গল্প তুলে ধরেছে ‘৮৩’। একের পর এক ম্যাচে কোনঠাসা অবস্থা থেকে ফিরে এসে অবশেষে ভারতীয় দলের ক্রিকেট বিশ্বকাপ জেতার গৌরব গাঁথা তুলে ধরা হয়েছে এই ছবিতে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছেন রণভীর সিং এবং কফিলের স্ত্রীর চরিত্রে পর্দায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবিটি পরিচালনা করেছেন কবীর খান। ছবিটি প্রেক্ষাগৃহে সেই অর্থে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। ছবিটি আগামী ২০ মার্চ রাত ৮ টায় একটি বিশেষ টেলিভিশন চ্যানেলে প্রিমিয়ার হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল।

এদিকে দুদিন আগে ‘পুষ্পা..’ ছবিটির হিন্দি সংস্করণের টিভি প্রিমিয়ারের ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই একই দিনে আল্লু অর্জুন অভিনীত এই সুপার-ডুপার হিট ছবিটিরও প্রিমিয়ার হবে একটি বিশেষ টিভি চ্যানেলে। এভাবেই ছোটপর্দায় মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড সুপারস্টার রণভীর সিং। ‘পুষ্পা..’ ছবির সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষ ছবিটির টিভি প্রিমিয়ার নিয়ে দারুন আত্মবিশ্বাসী বলে জানিয়েছে। তাঁদের বক্তব্য টেলিভিশন প্রিমিয়ার তাদের ছবি সমস্ত রেকর্ড ভেঙে দেবে। ২০২১-২০২২ সালে সবথেকে বেশি দেখা টেলিভিশন ছবি ‘লক্ষী’। ছবিটি ২০২০ সালের। সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর কর্তৃপক্ষের ধারণা ‘পুষ্পা..’ সে রেকর্ড অনায়াসে ভেঙে দেবে। সুকুমার পরিচালিত এই ছবিতে আল্লু অর্জুনকে পুষ্পারাজ নামের এক চন্দনকাঠ চোরাকারবারির চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তার বিপরীতে রাশমিকা ছাড়াও ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এই ছবিতে একটি আইটেম গানে নেচে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন আর এক নাভি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

RELATED ARTICLES

Most Popular