skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন'মন্নত'এ রাষ্ট্রদূতদের মহাভোজ

‘মন্নত’এ রাষ্ট্রদূতদের মহাভোজ

Follow Us :

বলিউড বাদশা শাহরুখ খানের বাসগৃহ মান্নাতে আমন্ত্রিত হয়েছিলেন দেশ-বিদেশের সমস্ত রাষ্ট্রদূতরা। ঈদের কয়েকটা দিন কাটতে না কাটতেই নিজের বাংলাতে রাজকীয় খানাপিনার আয়োজন করা করেছিলেন শাহরুখ। ফ্রান্স,কানাডার
মুম্বইস্থিত কনসাল জেনারেল থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ট্রেডকমিশনার-কে ছিলেন না এই মধ্যাহ্নভোজে! শাহরুখ-গৌরির আতিথেয়তা দেখে কিংখান ম্যাজিকে মুগ্ধ হয়েছেন রাষ্ট্রদূতেরা। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রদূতেরা তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ। মন্না দে রাষ্ট্রদূতদের সঙ্গে শাহরুখ দম্পতির আড্ডার ছবি সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন ভাইরাল। নেটিজেনদের নজর কেড়েছে মুম্বইয়ে কানাডার কনসাল জেনারেল দিয়েদ্রা কেলির সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তিনি লিখেছেন, ‘সারা পৃথিবীর উপর কিং খানের যে জাদু তা আজ বুঝতে পারলাম’। আগামী দিনে বলিউড এবং কানাডার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধন আরো সুদৃঢ় হবে বলেও দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন। তাঁকে আমন্ত্রণ করার জন্য শাহরুখ-গৌরিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পশ্চিম ভারতে ইংল্যান্ডের ডেপুটি হাইকমিশনার অ্যালান গেমেলও। স্কটল্যান্ডে ‘কুছ কুছ হোতা হায়’ ছবির শুটিং নিয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করলেন গেমেল বলিউড অভিনেতার সঙ্গে। এমনকি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে শাহরুখ খানকে ডক্টরেট উপাধি দেয়া হয়েছিল তা নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেন সোশ্যাল মিডিয়ায়। শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বইয়ে ফ্রান্সের কনসাল জেনারেল জঁ মার্ক সেরে শার্লট। তিনিও শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,’স্মৃতিতে থেকে যাবে এই নিমন্ত্রণ’। মন্নতের এই উষ্ণ অভ্যর্থনা জন্য সমস্ত রাষ্ট্রদূতেরা অসংখ্য ধন্যবাদ দিয়েছেন শাহরুখ দম্পতিকে। এসব দেখে শাহরুখ ভক্তরা মন্তব্য করেছেন এর আগে কোন বলিউড তারকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে এ ধরনের মহাভোজের আয়োজন করেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাঁদের মতে, ‘শাহরুখ প্রকৃতঅর্থেই কিং খান’

RELATED ARTICLES

Most Popular