Tuesday, July 8, 2025
HomeবিনোদনSalman Dengu: বলিউডেও ডেঙ্গু আক্রমণ! আক্রান্ত সলমন!

Salman Dengu: বলিউডেও ডেঙ্গু আক্রমণ! আক্রান্ত সলমন!

Follow Us :

গত ৪-৫ দিন ধরে অসুস্থ বলিউড ভাইজান সলমন খান(Salman Khan)। আর সেই জন্যই তার বড় পর্দা এবং ছোট পর্দার সমস্ত শুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে। খুব স্বাভাবিক কারণেই সলমন ভক্তদের মন খারাপ। সূত্রের খবর অনুযায়ী ভাইজান গত সপ্তাহ ধরে ‘কিসিকা ভাই কিসি কা জান'(Kisi Ka Bhai Kisi Ka Jaan) ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এর মাঝেই তিনি নাকি আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে(Dengu)। সেই কারণেই নাকি আপাতত অভিনেতার ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে। এমনকি ‘বিগ বস'(Big Boss) এর সঞ্চালনাও তিনি করবেন না। ছোট পর্দার অন্যতম হিন্দি জনপ্রিয় নন ফিকশন শো ‘বিগ বস’। এই শো মানেই সলমন খান। 

আরো পড়ুন: Sajid Khan Sherlyn Chopra: যৌন হেনস্তার অভিযোগে সাজিদের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

তাহলে কি বলিউডও ডেঙ্গুতে আক্রান্ত?

 ‘বিগ বস’ শোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেরই সন্দেহ ভাইজান ছাড়া এই শো থেকে কি অনেকেই মুখ ফিরিয়ে নেবেন! আগামী সপ্তাহ আনতে এইসব চলবে সলমন ছাড়াই। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। যেখানে দেখা যাচ্ছে করণ জোহরকে। যতদূর জানা যাচ্ছে ভাইজান যতদিন বিশ্রামে থাকবেন ততদিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন করণ। কাজেই কারণের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সলমনের মত তিনি এই অনুষ্ঠানকে একই রকম জনপ্রিয় করে তুলতে পারেন কিনা সেটাই এখন দেখার।
শুক্রবার সন্ধ্যার পর থেকেই বলিউড সুপারস্টার সলমন খানের ডেঙ্গুর খবর ছড়িয়ে পড়েছে। তবে জানা গেছে সুপারস্টার এর অবস্থা আশঙ্কাজনক নয়, কিন্তু চিকিৎসকরা আপাতত তাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। সালমানের সুস্থ হতে কতদিন লাগতে পারে তা অবশ্য কোন আন্দাজ দিতে পারেননি কেউ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39