skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsশুরু হচ্ছে 'প্রতিদ্বন্দ্বী'র সিকুয়েল

শুরু হচ্ছে ‘প্রতিদ্বন্দ্বী’র সিকুয়েল

Follow Us :

করোনার দ্বিতীয় ঢেউ আসার আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক সপ্তর্ষি বসুর ছবি ‘প্রতিদ্বন্দ্বী ‘ করোনার মাঝে মুক্তি পেলেও এই ছবি বক্স অফিসে ভালো চলেছিল। এর পর এই ছবি যখন ওয়েবে আসে তখনও দর্শকদের পছন্দ হয় এই ছবি। ছবির গল্পে ভুল অশুধে মৃত্যু হয় একটি বাচ্চার, সেই চক্র কীভাবে সামনে আসে সেই নিয়েই ছিল গল্প। এবার এই ছবির সিকুয়েল আসতে চলেছে খুব শীঘ্রই।

এই সিকুয়েলের নাম ‘ডক্টর বক্সি’। শাশ্বত চট্টোপাধ্যায়ে ডাক্তারের চরিত্রে অভিনয় ঈরছেন।প্রসঙ্গত এই মুহূর্তে বুদাপেস্টে কঙ্গনার সঙ্গে হিন্দি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।কলকাতায় ফিরেই এই বাংলা ছবির কাজ শুরু করবেন।প্রতিদ্বন্দ্বী ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবি ছিল একটি ইমোশনাল থ্রিলার।

তবে ‘ডক্টর বক্সি’ ক্রাইম থ্রিলার জনারে তৈরি হবে। এই ছবিতেও মুখ্য চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায় ও বনি সেনগুপ্ত। খুব শীঘ্রই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হতে চলেছে। ছবির গল্প নিয় পরিচালক এখনই কিছু না বললেও ছবির গল্পে টুইস্ট থাকবে।

RELATED ARTICLES

Most Popular