skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনলর্ডসে সৃজিতের দাদাগিরি

লর্ডসে সৃজিতের দাদাগিরি

Follow Us :

ক্রিকেটের মক্কা লর্ডসের কথা উঠলেই চোখ বুজে বাঙালি দেখতে পায়,২০০২ সালে ইংলণ্ডের বিরুদ্ধে সিরিজ জেতার পর লর্ডসের সেই বিখ্যাত ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই দাদাগিরির ছবি।স্মৃতিটা আজও ভীষণ জীবন্ত প্রতিটি বাঙালির কাছেই।দাদাগিরি করতে লর্ডসে পৌছে গিয়েছেন বাঙালির আর এক দাদা টলিপাড়ার সৃজিত মুখোপাধ্যায়।লর্ডসে নিজের একঝাঁক ছবির কোলাজ সদ্যই সোশ্যাল সাইট পেজে শেয়ার করেছেন জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক।কিন্তু লর্ডসে কি করছেন সৃজিত মুখোপাধ্যায়? এইমুহুর্তে  বং নেটিজেনের চর্চার বড় টপিক কিন্তু এটাই।

অবশ্য সোশ্যাল সাইট পোস্টে পরিচালক তার কোন আভাসই না দিলেও,ক্রিকেটের মক্কায় সৃজিতের থাকার কারণটা বেশ বুঝতে পারছে বং নেটিজেন।পরিচালকের ক্রিকেট অনুরাগের কথা মোটামুটি সব সৃজিতভক্তই জানেন।চিত্র পরিচালক না হলে স্পোর্টস জার্নালিস্টই হতেন তিনি,সেকখা খোলাখুলি স্বীকার করে নেন সৃজিত।তবে পরিচালক যে ক্রিকেট খেলতে বা ম্যাচ কভার করতে লর্ডসে যাননি সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিতু’-র শ্যুটিং সারছেন সৃজিৎ।ছবিতে মিতালির ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে।ছবি নিয়ে প্রকাশ্যে মুখ না খুলে চুপিসাড়েই শ্যুটিং সারছেন তিনি।শোনা যাচ্ছে,’সাব্বাস মিতু’-র শ্যুটিং সারতেই নাকি লর্ডসে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

 

RELATED ARTICLES

Most Popular