skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনভূষণের পরিকল্পনায় ‘রেইড ২’

ভূষণের পরিকল্পনায় ‘রেইড ২’

Follow Us :

২০১৮-র বক্সঅফিসে রীতিমতো বাজিমাত করেছিল অজয় দেবগণ অভিনীত থ্রিলার ফিল্ম ‘রেইড’।এবার সেই ছবিরই সিক্যুয়েল তৈরি হতে চলেছে বলিউডে।সদ্যই এমনটাই জানালেন প্রযোজক ভূষণ কুমার।রেইড ছবিতে একজন ইনকাম ট্যাক্স অফিসারের ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেতা অজয় দেবগণ।টানটান সাসপেন্স ও থ্রিলারের মিশেলে ছবি দর্শকদের মন জয় করেছিল।প্রযোজক জানাচ্ছেন,’রেইড’-এর সিক্যুয়েল তৈরির ভাবনা দীর্ঘদিনের কিন্তু গত দুইবছর প্রায় সবকিছুই বন্ধ ছিল।ইন্ডাস্ট্রির অবস্থাও ছিল তথৈবচ।সেই কারণেই ‘রেইড’ এর সিক্যুয়েল নিয়ে কোনও কাজই শুরু করতে পারেননি তাঁরা।অবশ্য এখন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বলিউড, সেই কারণেই শুরু হয়ে গিয়েছে নতুন ছবি নিয়ে পরিকল্পনা।

ভূষণ কুমার আরও জানাচ্ছেন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘রেইড ২’ নিয়ে প্রি প্রোডাকশনের কাজ।তবে ছবিতে মুখ্য ভূমিকায় যে অজয় দেবগণই থাকবেন সে কথা একেবারেই নিশ্চিত।তবে এখনই শ্যুটিং শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই, কারণ একাধিক নতুন প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছেন সিংহম খ্যাত তারকা। আগামী বছর ফ্লোরে আসতে পাবে ‘রেইড ২’।এমনটাই আগাম জানাচ্ছেন ভূষণ কুমার।

RELATED ARTICLES

Most Popular