skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনলক্ষ্মীপুজো করে ট্রোলড্ ফারহান

লক্ষ্মীপুজো করে ট্রোলড্ ফারহান

Follow Us :

ফের নেটিজেনের ট্রোলিং শিকার বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার।দিওয়ালির দিন বাড়িতেই পরিবারের সঙ্গে লক্ষ্মীপুজো করেছিলেন তিনি।সঙ্গে ছিলেন বান্ধবী শিবাণী ডান্ডেকরও।সেই ছবি নিজের ইনস্টা পেজে শেয়ারও করেন ফারহান।এরপরই শুরু হয়ে যায় ট্রোলিং। কমেন্ট বক্সে নেটিজেনের একাংশ ক্ষোভ উগরে দিয়ে বলেন,অন্য ধর্মের মানুষ হয়ে ফারহান দিওয়ালিতে লক্ষ্মীপুজো করার অধিকার পান কি করে?নেটদুনিয়ার এহেন ব্যবহারে আহত ‘জি লে জারা’-র পরিচালক।কজন সেকুলার মানুষ হিসেবেই পরিচিত ফারহান।তাঁর বাবা জাভেদ আখতার মুসলিম ধর্মাবলম্বী,এবং মা হানি ইরানি পার্সি সম্প্রদায়ের মানুষ।তবে ধর্ম বিষয়টা কোনওদিনই আখতার পরিবারে বড় বিষয় হিসেবে দেখা দেয়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farhan Akhtar (@faroutakhtar)

 

এপ্রতিবছরই ইদের পাশাপাশি দিওয়ালি সেলিব্রেশনে মাতেন ফারহান ,জাভেদ,শাবানা আজমিরা।তাই নেটিজেনের কটাক্ষ করার কোন কারণই খুঁজে পাচ্ছেন না আখতার পরিবার এবং তাঁদের প্রিয়জনরা।নেটিদুনিয়ার মতামতকে বিশেষ গুরুত্ব না দিলেও,ধর্ম প্রসঙ্গের এই কটাক্ষকে ভালোভাবে নিচ্ছেন না জাভেদ আখতারও।বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিতে চান তিনি।

RELATED ARTICLES

Most Popular