skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনকেকের মৃত্যুতে বাকরুদ্ধ ইমরান-মাধবন

কেকের মৃত্যুতে বাকরুদ্ধ ইমরান-মাধবন

Follow Us :

সঙ্গীতশিল্পী কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ এর কলকাতায় অনুষ্ঠান করতে এসে অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড। অভিনেতা আর মাধবন, ইমরান হাশমি ও গায়ক-সুরকার প্রীতম চক্রবর্তী শিল্পীর মৃত্যুকে যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সকলেই বলছেন,’আমি আমার কন্ঠ হারালাম’। কেকে-ইমরান-প্রীতম জুটি মানেই সুপারহিট। ইমরান লিখলেন,’কেক এর গাওয়া প্রতিটা গানে যখন কাজ করেছি সবটাই আমার কাছে স্পেশাল ছিল। তুমি সারা জীবন আমাদের হৃদয় থেকে যাবে। তোমার গান আমাদের সঙ্গেই থাকবে’। মাধবন অভিনীত ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ ছবির বিখ্যাত গান আজও মানুষের মনে রয়েছে। অভিনেতা অর্জুন কাপুর বলেছেন,’আপনার ম্যাজিকাল ভয়েস উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ’। সঙ্গীত পরিচালক বিশাল-শেখরও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা লিখেছেন, ‘এত তাড়াতাড়ি কেন! যেমন গানের গলা তেমনি সুন্দর মনের মানুষ ছিল কেকে’। শহর কলকাতা অনুরাগীরা বলছেন,’এমন আকস্মিকভাবে চলে না গেলেও পারতে। এই শহরের অনুভূতিতে থেকে যাবে তুমি’।

RELATED ARTICLES

Most Popular