skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন'বিগবস' এ নুসরাত ছাড়াও ডাক পেয়েছেন আমিরের ভাই ফয়জল!

‘বিগবস’ এ নুসরাত ছাড়াও ডাক পেয়েছেন আমিরের ভাই ফয়জল!

Follow Us :

শোনা যাচ্ছে সলমন খানের ‘বিগ বস’ এর অফার পেয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। এই শোতে যোগদানের ব্যাপারে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা গেছে। বহু চর্চিত এই টিভি শো ‘বিগ বস’ আবার শুরু হতে চলেছে। ১৬ তম এই সিজনেই যোগদান করতে চলেছেন নাকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান। নুসরতের এই খবর এখন সংবাদের শিরোনামে। যদিও নুসরাতের তরফে এখনো কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে শুধু নুসরত নয়, আর এক অভিনেতার কাছেও সলমন খানের এই শোয়ে যোগদানের অফার গিয়েছে। তিনি হলেন অভিনেতা আমির খানের ভাই ফয়জল খান। এমনটা ফয়জল নিজেই জানিয়েছেন। ফয়জল অবশ্য বিগ বাসে যোগদানের অফার গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, ১৯ বছর কর্মহীন থাকার পর অবশেষে তার কাছে ‘বিগ বস’ ও একটি সিরিয়ালের অফার এসেছে। দীর্ঘ ১৯ বছর পর তিনি নিজেই চলচ্চিত্র পরিচালনা করছেন। ছবিটির নাম ‘ফ্যাক্টরি’। ওই ছবির মধ্যে দিয়েই তিনি নিজের কেরিয়ারকে নতুন করে জাগিয়ে তুলতে চাইছেন। ভাই আমিরের বিরুদ্ধে কিছুদিন আগে ফয়সাল বিস্ফোরক এক অভিযোগ এনেছিলেন। প্যারানয়েড-সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এই অভিযোগে আমির নাকি এক বছর ধরে ফয়জলকে বাড়িতে বন্দি রেখেছিল। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক যে মোটেই ভালো নয় তা অনেকেরই জানা। সলমনের ‘বিগ বস’ শোতে ফয়জল না গেলেও নুসরতের যাওয়া অনেকটাই পাকা। অন্যদিকে নুসরাতের স্বামী যশ দাশগুপ্ত এই মুহূর্তে বলিউডে কাজ নিয়ে ব্যস্ত। দিব্যা খোসলা কুমারের বিপরীতে পর্দায় তাকে দেখা যাবে। নুসরতের ‘বিগ বস’ এ যাওয়া নিয়ে যশও যথেষ্ট উত্তেজিত।

RELATED ARTICLES

Most Popular