skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনবাতিল করণের প্রজেক্ট

বাতিল করণের প্রজেক্ট

Follow Us :

 বহুল আলোচিত করণ জোহরের নতুন প্রজেক্ট ‘দোস্তানা ২’ থেকে আগেই সরে গিয়েছিলেন কার্তিক আরিয়ান।এই ছবিতে আরিয়ানের বিপরীতে ছিলেন জাহ্নবী কাপুর। ছবির পঞ্চাশ শুটিং শেষ হয়ে যাবার পর আরিয়ান এই প্রজেক্ট থেকে বেরিয়ে যান।তারপর থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল যে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন এনে কার্তিক এর জায়গায় অক্ষয় কুমারকে নিয়ে এসে আবার ছবির শুটিং শুরু হবে। শোনা গিয়েছিল কার্তিকের সঙ্গে কারন জোহরের ধর্মা প্রোডাকশন এর মতের অমিল হাওয়ায় অভিনেতা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে তার বিরুদ্ধে নির্মাতাদের পক্ষ থেকে অপেশাদার আচরণের অভিযোগ করা হয়েছিল। ছবির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে কার্তিক আরিয়ান যখন এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন তিনি উঠতি অভিনেতা ছিলেন। এমনকি মাঝপথে পারিশ্রমিক না বাড়িয়ে কারণ তার প্রযোজনার সংস্থার অন্য একটি ছবিতে কার্তিককে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এই মুহূর্তে কার্তিকের বাজারমূল্য অনেকটাই বেড়েছে।কার্তিককে কথা দিলেও কারণ তার পরবর্তী ছবি ‘মিস্টার লেলে’ ও  ‘যোদ্ধা’তে ভিকি কৌশল ও শাহিদ কাপুরকে নির্বাচিত করেন। যা কার্তিক কোনভাবেই মেনে নেয় নি। সেখান থেকেই কার্তিক আরিয়ান এবং করণ জোহরের মনোমালিন্যের সূত্রপাত। এর ফলে ‘দোস্তানা ২’ প্রজেক্ট থেকে চিরতরে বাদ হয়ে যায় কার্তিক।ছবির চিত্রনাট্য পরিবর্তন করে অক্ষয় কুমারকে নেওয়ার কথা আর শোনা যাচ্ছে না। এখন ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন এই ছবির শুটিং একেবারেই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই প্রজেক্ট থেকে করণ জোহর সম্পূর্ণ সরে আসছেন। এ বিষয়ে কার্তিক আরিয়ানকে প্রশ্ন করা হলেও তিনি বলেন আমি কোন বলিউড ক্যাম্পে নেই। নিজের প্রতিভার জোরেই এই অবধি পৌঁছেছি। কারণের ‘দোস্তানা ২’ নিয়ে কোন কথা বলতে চাই না।’

RELATED ARTICLES

Most Popular