skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনসেনাকে লতাজীর শ্রদ্ধার্ঘ্য

সেনাকে লতাজীর শ্রদ্ধার্ঘ্য

Follow Us :

সোমবারই ছিল কার্গিল যুদ্ধজয়ের ২২তম বর্ষপূর্তি।সেই উপলক্ষে কার্গিল যুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানালেন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।১৯৭১ সালের যুদ্ধে পাকবাহিনীর নাস্তানাবুদ হার,ভারতের জয় এবং বাংলাদেশের স্বাধীনতার পর সংগীতসম্রাজ্ঞী গেয়েছিলেন তাঁর বিখ্যাত গান,’যো সমর মে হো গ্যয়ে অমর’।সেই গানটিই ২২তম কার্গিল বিজয় দিবসে লতাজী শেয়ার করলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে,এবং লিখলেন, ”নমস্কার,’আজ কার্গিল বিজয় দিবস।দেশের বীর শহীদদের আমি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি এবং আমাদের গৌরব বীরসেনাদের কোটি কোটি প্রণাম করছি।জয় হিন্দ।জয় হিন্দ কি সেনা।”

দেশের সেনাবাহিনীর প্রতি সঙ্গীত সম্রাজ্ঞীর শ্রদ্ধার কথা সর্বজনবিদিত।কার্গিল যুদ্ধ হোক বা পুলওয়ামা অ্যাটাক।ভারতীয় সেনার প্রতি সবসময়ই নিজের শ্রদ্ধা এবং আন্তরিকতা প্রকাশ করেছেন তিনি।কার্গিল যুদ্ধ চলাকালীন লতাতাঈ গেয়েছিলেন,’’অ্যাই মেরে ওয়াতন কে লোগো,জারা আঁখ মে ভর লো পানি।যো শহীদ হুয়ে হে উনকি, জারা ইয়াদ করো কুরবানি।‘’লতাজীর ট্যুইটকে রিট্যুইট করে ভারতীয় সেনাকে স্যালুট জানিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত।

RELATED ARTICLES

Most Popular