skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনহৃতিকের মতো ফিট হতে চান মাধবন,লক্ষ্য ক্যাট

হৃতিকের মতো ফিট হতে চান মাধবন,লক্ষ্য ক্যাট

Follow Us :

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে ‘শাহরুখ খান’ আখ্যা দেওয়া হয়। বলিউডেও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তিনি আর কেউ নন জনপ্রিয় অভিনেতা আর মাধবন অর্থাৎ ম্যাডি। বিক্রম ভেদা ছবিতে হৃত্বিক রোশনের লুক প্রকাশ্যে আসার পর থেকেই তার প্রশংসায় পঞ্চমুখ মাধবন। তিনি জানিয়েছেন যে হৃতিকের প্রশংসা আমি সবসময় করি। দুজনে প্রায় একই সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন। অথচ হৃতিককে দেখতে এখনো গ্রিক গড এর মতই। বলিউড ছবিতে অ্যাকশন দৃশ্যে হৃতিককে দেখে অবাক হয়ে যান বলে ম্যাডি জানিয়েছেন। কিছুটা আক্ষেপের সুরে ম্যাডি জানিয়েছেন,’সুধু চাইলেই তো আর আমি সবরকম ছবিতে অভিনয় করতে পারি না’। আসলে ‘সুপার ৩০’ অভিনেতার মতো শারীরিকভাবে ফিট হতে চাইছেন মাধনন।সর্বভারতীয় একটি হিন্দি দৈনিকের সঙ্গেসাক্ষাৎকারে মাধবন হৃতিকের মত সব রকম চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন। আসলে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেতার লক্ষ্য হলো বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের বিপরীতে হিরোর চরিত্রে অভিনয় করা।

তিনি স্বীকার করেছেন যে ক্যাট এর বিপরীতে অভিনয় করতে গেলে তাঁকে হৃতিকের মত শারীরিকভাবে ফিট হতে হবে। প্রসঙ্গত, তামিল ছবি বিক্রম বেতাল হিন্দি রিমেকের লুক প্রকাশ্যে নিয়েছিলেন বলিউড হিরো তাঁর জন্মদিনে অর্থাৎ ১০ জানুয়ারি। তামিল ছবিটিতে বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। হিন্দি রিমেকে তার ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। হৃতিকের চরিত্রটি বেদা। হৃতিকের পোস্ট করা ‘বেদা’ লুকের ছবি দেখে মাধবন অভিভূত হয়েছিলেন। তিনি জানিয়েছেন,’এই তো বেদা; আমি এই ছবি দেখার জন্য অপেক্ষা করছি। ভাই হৃত্বিক রোশন তুমি দারুন’।

RELATED ARTICLES

Most Popular