skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন রেড কার্পেট থেকে পাকা রাস্তায় ফাকরি, সাইকেল নিয়ে পড়ে গেলেন

 রেড কার্পেট থেকে পাকা রাস্তায় ফাকরি, সাইকেল নিয়ে পড়ে গেলেন

Follow Us :

সাইকেল চালাতে গিয়ে রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে পড়ে গেলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। কাজে কিছুটা আঘাত পেয়েছেন তিনি। কিন্তু ব্যথা পাওয়ার বিন্দুমাত্র অভিব্যক্তি তাঁর মুখে নেই। হাউসিং কমপ্লেক্স এর পাকা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর পিছন পিছন ছিলেন অন্য একজন সাইকেল আরোহী। সাইকেল চালাতে চালাতে একপর্যায়ে পেছনদিকে ফিরে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন নার্গিস। গতকাল অভিনেত্রীর পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে তেমনটাই দেখা যাচ্ছে। পিছন দিকে তাকাতে গিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা খায় নার্গিসের সাইকেল। আর ঠিক তখনই টাল সামলাতে না পেরে তিনি মাটিতে পড়ে যান। পোস্ট করা ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন,’আপনি যখন পড়ে যাবেন (অর্থাৎ ব্যর্থ হবেন) তখন তা হাসিমুখে নিজস্ব স্টাইলের মাধ্যমে সামলে নেবার চেষ্টা করবেন। সব সময় মনে রাখবেন নিজেকে তুলে ধরে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে দেখবেন কখনো থেমে যাবেন না’। জীবন সম্পর্কে এমনই একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বলিউড অভিনেত্রী। ফরাসি দেশে ‘৭৫ তম কান চলচ্চিত্র উৎসব’ এ প্রথমবার রেড কার্পেটে হেটে চেনো নার্গিস ফাকরি। গোলাপি রঙের সেখানে রূপের ছটা দেখিয়েছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে নার্গিস বলেছিলেন রেড কার্পেটে হাটার আগে যথেষ্ট মানসিক চাপে ছিলেন তিনি। কারণ কানের রেড কার্পেটে হাঁটা তার কাছে যথেষ্ট বড় বিষয় ছিল। বলিউড থেকে মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিছুদিন আগে সেই বিরতি ভেঙে ফের ফিরে এসেছেন। নিজেকে নতুন রূপে আবার মেলে ধরতে চান ফাকরি। নার্গিস অভিনীত সর্বশেষ ছবি ‘তোরবাজ’।

RELATED ARTICLES

Most Popular