skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদন'কাঁচা বাদাম' গানে উদ্দাম নাচ 'পুষ্পা' কন্যা আরহার

‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ ‘পুষ্পা’ কন্যা আরহার

Follow Us :

নেট দুনিয়ায় ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় এই গান এখন দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে। এবার এই গানের তালে নাচতে দেখা গেল ‘পুষ্পা’ সিনেমা খ্যাত আল্লু অর্জুনের ছোট্ট মেয়ে আরহাকে। আর সেই নাচ দেখে মেয়েকে আদরে ভরিয়ে দিলেন আল্লু। ছয় বছরের আরিয়া ইতিমধ্যেই দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা-রুথ-প্রভু সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন। মেয়ের বিভিন্ন ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন দক্ষিণী এই জনপ্রিয় অভিনেতা আল্লু। এবার মেয়ের নাচের ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাই লিটল বাদাম আরাহা’। কিছুদিন আগে দুবাই থেকে ফেরার পর আল্লু র জন্য ঘরের সামনে উষ্ণ অভ্যর্থনা বাণী লিখে রেখেছিল ছোট্ট আরাহা। আল্লুর এক ছেলে এবং এক মেয়ে। ‘পুষ্পা দ্যা রাইজ’ ছবিটি সুপার হিট হওয়ার পর আল্লুর হাতে এখন পরপর কাজ। তারই মধ্যে সাফল্যকে মেয়ের সঙ্গে চুটিয়ে উপভোগ করার চেষ্টা করছেন অভিনেতা।

RELATED ARTICLES

Most Popular