skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনপূজা-কিয়ারা নয়, রাশমিকা

পূজা-কিয়ারা নয়, রাশমিকা

Follow Us :

ভারতের ‘জাতীয় ক্রাশ’ জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সুপারহিট ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’ ছবিতে সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে সমানতালে অভিনয় করে জনপ্রিয়তা দ্বিগুণ করে ফেলেছেন। ২০১৮ সালে ‘গীতগোবিন্দম্’ ছবিতে প্রথম তার কথিত প্রেমিক আর এক দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডার সাথে জুটি বেঁধে অভিনয় করেছিলেন রাশমিকা। এরপর এই যুগলকে শেষ দেখা গিয়েছিল ‘ডিয়ার কমরেড’ ছবিতে ২০১৯ সালে। এই দুটি ছবির সাফল্য দারুন জনপ্রিয়তা এনে দিয়েছিল বিজয়-রাশমিকা জুটিকে। এরপর তাঁদেরকে একটি একান্ত নৈশভোজে দেখা গিয়েছিল। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। এমনকি আলাদা আলাদা ছবির শুটিংয়ে একসঙ্গে মুম্বইতে থাকাকালিন একটি রেস্তোরাঁ থেকে বেড়াতে দেখা গিয়েছিল। শুধু তাই নয় একান্তের নৈশভোজের সময় ফুলের তোড়া বিনিময় করতে দেখা যায়। সেসময় পাপারাজ্জিদের ক্যামেরায়বন্দী হয়েছিলেন এই জুটি। মুহূর্তে সেসব ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রাশমিকা বিজয় প্রেমের গুঞ্জন সেখান থেকে অন্য মাত্রা পেয়েছিল। যদিও এই যুগলের কাছ থেকে তেমন কোনো সাড়া ভক্তরা পাননি। প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এখন শোনা যাচ্ছে পরিচালক ভামসি পায়দিপল্লী একটি ছবি নির্মাণ করতে চলেছেন যার নাম ‘থালাপাতি ৬৬’।

শুরুর দিকে শোনা গিয়েছিল বিজয় দেবরকোন্ডা সাথে এই ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পূজার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করবেন কিয়ারা আদবানি। কিন্তু এখন শোনা যাচ্ছে এরা দুজনের কেউই এই ছবিতে অভিনয় করছেন না। রাশমিকার ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁকে বিজয়ের বিপরীতে এই ছবিতে চূড়ান্ত করার জন্য উঠেপড়ে লেগেছেন পরিচালক ও নির্মাতারা। তাছাড়াও তাঁদের সত্যিকারের জীবনের প্রেমের সম্পর্ক এই ছবির জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেবে বলে তাদের ধারণা। চলতি মাসেই এ ছবির শুটিং শুরু করবেন পরিচালক ভামসি। ২০২৩ সালের দিওয়ালি কিংবা সংক্রান্তিতে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে প্রেমিক বিজয়ের বিপরীতে এ ছবিতে অভিনয় করাতে রাশমিকাও নাকি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। কয়েক মাস আগে মুক্তি পেয়েছে আল্লু- রাশমিকা অভিনীত ‘পুষ্পা..’। আলুর পাশাপাশি যথেষ্ট প্রশংসা পেয়েছে রাশমিকাও। শুধু দর্শক প্রশংসা নয় পাশাপাশি বক্সঅফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। তাছাড়াও হিন্দি ভাষায় ‘মিশন মজনু’, ‘গুডবাই’ ছবির কাজ রয়েছে রাশমিকার হাতে। ‘মিশন মজনু’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশমিকার। অন্যদিকে অ্যাকশন- ড্রামা ঘরানার ছবি ‘লাইগার’ এ দেখা যাবে বিজয়কে একজন মার্শাল আর্ট ফাইটার-এর ভূমিকায়। এই ছবির জন্য যথেষ্ট কঠোর পরিশ্রম করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে বলিউডের অনন্যা পান্ডেকে। করণ জোহর প্রযোজিত এই ছবিটি আগামী ২৫ অগাস্ট মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। হিন্দি সং পাঁচটি ভাষায় ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এখন দেখার রাশমিকা-বিজয় তাদের ব্যক্তিগত জীবনে এবং পর্দায় কতটা সফল হতে পারে!

RELATED ARTICLES

Most Popular