skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনসুইট অ্যান্ড সাওয়ার,সলমন-সঞ্জয়

সুইট অ্যান্ড সাওয়ার,সলমন-সঞ্জয়

Follow Us :

দীর্ঘ ১৪বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সলমন খান ও সঞ্জয় লীলা বানশালি।এসএলবির আপকামিং প্রজেক্ট ‘ইনশাল্লাহ’ তে যে সল্লুমিঞা মুখ্য ভূমিকায় থাকবেন,এমন খবর শোনা গিয়েছিল অনেক আগেই।তবে এই মুহূর্তে রীতিমতো চর্চায় রয়েছে সলমন খানের উপর নির্মিত ডকুমেন্টরি ওয়েব সিরিজ ‘বিয়ন্ড দ্য স্টার’।এই ডকু-সিরিজে ভাইজানের দীর্ঘ কেরিয়ারের উত্থান-পতন,কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া নানা মূহুর্তের অজানা সব কাহিনি তো থাকবেই,পাশাপাশি থাকবে সলমনের আত্মীয়-কাছের মানুষ এবং বলিউড ইন্ডাস্ট্রির বহু মানুষের ইন্টারভিউও।সলমনের কেরিয়ারে সঞ্জয় লীলা বানশালির অবদানের কথা কোনদিনই ভোলার নয়, ‘খামোশি’ এবং ‘হাম দিল দে চুকে সনম’, এসএলবির এই দুটিতে ছবিতে সলমনের অভিনয় এক লহমায় বদলে দিয়েছিল অভিনেতার কেরিয়ারগ্রাফ।

আরও পড়ুন – ডকু-সিরিজে সলমন খান

এসএলবি যে সবসময় তার পাশে থেকেছেন,সবসময় খোলাখুলি সেকথা স্বীকার করে নেন সল্লুমিঞা।সলমনকে বিশেষ পছন্দ করেন সঞ্জয়ও।তাই তো ‘সাওয়ারিয়া’-তে ছোট্ট চরিত্রে অভিনয়ের জন্যও সলমনকে বিশেষ অনুরোধ করেছিলেন তিনি।শোনা যাচ্ছে,ভাইজানকে নিয়ে তৈরি ডকু-সিরিজ ‘বিয়ন্ড দ্য স্টার’-এ থাকবে সঞ্জয় লীলা বনশালির ইন্টারভিউ।সলমনের সঙ্গে তার সম্পর্ক,অভিনয় নিয়ে খোলাখুলি নিজের মতামত জানাবেন সঞ্জয়।ভাইজান ভক্তরা যে বিয়ন্ড দ্য স্টার-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলাই বাহুল্য।তবে আরও বেশ কিছুদিন তাঁদের অপেক্ষা করতে হবে, কারণ বহু প্রতীক্ষিত এই ডকু সিরিজ আসতে এখনও অনেক দেরি।

আরও পড়ুন – ‘বিয়ন্ড দ্য স্টার – সলমন’

RELATED ARTICLES

Most Popular