skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনবক্স অফিস লড়াইয়ে সৃজিত যিশু

বক্স অফিস লড়াইয়ে সৃজিত যিশু

Follow Us :

২০২২ সালের ৪ ফেব্রুয়ারী মুক্তির কথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী বাংলা ছবি এক্স= প্রেম’। এই ছবিটি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কলেজ প্রেমের ছবি।এই ছবির গল্প কিন্তু অন্যরকম। ছবিতে রয়েছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস. ছবির কাহিনিতে প্রেম, বিরহ, রোম্যান্টিক ফ্লেভার নিয়ে সৃজিতের স্পেশাল টাচ তো থাকছেই সঙ্গে থাকছে বিজ্ঞানের এবং অঙ্কের কারিকুরি।সৃজিত জানান , অন্য ছবির থেকে একদম আলাদা হবে নতুন ধরনের ছবি পাবেন দর্শক।ইতিমধ্যেই ছবির পোস্টারটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সৃজিত , দর্শকদের মধ্যে ছবির পোস্টার দেখে উৎসাহও তৈরি হয়েছে ।কলেজ রোমান্স-এর গল্প তাই কলকাতা শহরেই ছবির শ্যুট করা হয়েছে।


সৃজিতের সব ছবিতেই গানের একটা বিশেষ ভূমিকা আছে।এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন সপ্তক সানাই দাস। প্রযোজক সংস্থা থেকে বহু আগেই এই ছবির মুক্তির তারিখ ঘোষণা
তবে টুইস্ট হল এই একই দিনে মুক্তির কথা যিশু সেনগুপ্তর ছবি ‘বাবা বেবি ও’। সঙ্গে বলিউডের ছবি ‘বাধাই দো’ মুক্তির কথা রয়েছে। তবে মূলত বক্স অফিসে জোর টক্কর হতে চলেছে সৃজিত এর পরিচালিত এক্স=প্রেম ও যিশুর অভিনীত ছবি ‘বাবা বেবি ও’ মধ্যে।

এমনিতেই করোনার কারনে ধুকছে সিনে ইন্ডাস্ট্রি। সেখানে অফস্ক্রিন দুই বন্ধুর ছবি মুখোমুখি লড়াই। এমনিতে এই দুই বন্ধুর এখন বলিউডেও কাজ করছে। তাই নতুন বছরের নতুন বাংলা ছবির বক্স অফিস দৌড়ে ফল কী হয় সেদিকেই নজর থাকবে নেটিজেনদের।

RELATED ARTICLES

Most Popular