Placeholder canvas
Homeবিনোদননিজের বরকেই চিনতে পারলেন না শুভশ্রী!

নিজের বরকেই চিনতে পারলেন না শুভশ্রী!

চলতি বছরেই তাঁদের সংসারে আসছে দ্বিতীয় সন্তান

কলকাতা: টলিউডের (Tollywood) অন্যতম জুটি পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। চলতি বছরেই তাঁদের সংসারে আসছে দ্বিতীয় সন্তান। যা নিয়ে রীতিমতো উত্তেজিত সকলে। কিন্তু, হঠাৎ কী হল? নিজের বরকেই চিনতে পারলেন না শুভশ্রী! চলুন জেনে নেওয়া যাক কী ঘটেছে?

সম্প্রতি ছবির শ্যুটিংয়ের লোকেশন দেখতে রাজ গিয়েছেন মণিপুরে। প্রথমদিন মণিপুর পৌঁছে এয়ারপোর্টের বাইরে থেকে একটি ছবি শেয়ার করেছেন। আবার তাঁকে মইরাং-এ আইএনএ-র সদর দফতরের বাইরে থেকেও ছবি দিতে দেখা গিয়েছে। সেখান থেকে ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লেখেন, ‘মণিপুর: স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।’ আর সেখানেই অভিনেত্রী কমেন্টে লিখেছেন, ‘আরে বাবা কে রে এটা?’ শুভশ্রীর এই মন্তব্য যে তিনি ভালোবেসে করেছেন তা কারও বুঝে নিতে অসুবিধা হয়নি।

আরও পড়ুন: বিয়ের প্রস্তুতি শুরু আমির কন্যার

তবে তাঁর এই পোস্ট দেখে চুপ থাকলেন না নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় উড়ে এল একের পর এক পোস্ট।  একজন লিখেছেন, ‘আপনার প্রাণ, আপনার স্বামী, আপনার সুইট হার্ট রাজ। নাম তো শুনা হি হোগা।’ আর একজন লিখেছেন, ‘এত ন্যাকামোর কী আছে। আপনি চেনেন না নাকি?’ কেউ আবার বলেছেন, ‘এটা শুভর শ্রী।’ কেউ লিখলেন, ‘এটা আপনার বর’। কেউ কেউ তাঁর পোশোক বাছাই থেকে সন্তান নিয়ে মন্তব্য করতেও ছাড়েন না। যদিও অভিনেত্রী এই নিয়ে কোনও মন্তব্য করেননি। 

উল্লেখ্য, বর্তমানে রাজ শুভশ্রীর ভক্তরা অপেক্ষায় রয়েছেন কবে পরিবারে আসবে নতুন সদস্য। ইউভানের সঙ্গে আসবে একজন খেলার সঙ্গী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অপেক্ষাও এখন যেন দীর্ঘ হয়ে উঠছে। চলতি বছরেই নতুন সদস্য আসবে পরিবারে। বেবিবাম্প নিয়ে শুভশ্রীর একাধিক পোস্ট এখন ভাইরাল। যদিও এখন তিনি শুটিং থেকে খানিকটা দূরে। ছোটখাটো ঘরোয়া পার্টি করলেও, খুব একটা বেরচ্ছেন না। বিশ্রামেই আছেন অভিনেত্রী।

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড়, দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments