skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeআন্তর্জাতিকমুখোমুখি তিন নোবেলজয়ী

মুখোমুখি তিন নোবেলজয়ী

Follow Us :

প্রায় প্রতি বছর শীতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কলকাতায় আসেন। সময় কাটান শান্তিনিকেতনে নিজের বাসভূমিতে। এবারেও আসতে পারেন তিনি। সেটা কোন নতুন খবর নয়। কিন্তু একটা উড়ো খবর ছিল যে আর এক সদ্য নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নাকি এই শীতে এই কল্লোলিনী কলকাতায় আসতে পারেন। ‘সিটি অফ জয়’ এই কলকাতা শহরেই তাহলে দেখা হতো প্রথমবারের মতন এই দুই নোবেলজয়ী বাঙালির। কিন্তু না। সে সৌভাগ্য ছিনিয়ে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন। এই দুই নোবেলজয়ী বাঙালির ছবি একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমর্ত্য-কন্যা অভিনেত্রী নন্দনা সেন ওরফে টুম্পা।

আরও পড়ুন: অমর্ত্যের প্রথম আত্মজীবনী ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’

অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিশেষ কাজে এই মুহূর্তে সস্ত্রীক মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। অভিজিতবাবুর স্ত্রী ফরাসি অর্থনীতিবীদ এস্থের দুফ্লো যৌথভাবে স্বামীর সঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে নন্দনা লিখেছেন তারা একসঙ্গে মিলিত হয়েছিলেন মধ্যাহ্নভোজে। সেখানে দুই নোবেলজয়ীর মধ্যে ‘তিলোত্তমা কলকাতা’ নিয়ে জমাটি আড্ডা হয়েছিল।কিছুদিন আগেই কলকাতা শহরে এসেছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি কলেজে তাদের ছাত্র- জীবন নিয়ে আড্ডা বেশ জমে উঠেছিল।

তাদের মনে পড়ে গিয়েছিল ছাত্র জীবনের অন্যতম আকর্ষণ ‘আইসক্রিম সোডা’র কথা। এমনকি রবীন্দ্রসংগীত শিক্ষার দিনগুলো তাঁরা ভুলতে পারেন নি। নিজেদের শিক্ষার দিনগুলোর কথা মনে করতে করতে হঠাৎ তাদের মনে পড়েছিল মহামারীতে সমস্ত স্কুল বন্ধ। তাই দুজনেই চান যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন খোলে।ন লিখেছেন, এমন সুন্দর সেপ্টেম্বরের বিকেল কাটলো আমাদের।আমি অভিভূত। আমার স্বামী জন ম্যাকিনসন বলেছেন, আমরা ভেবেছিলাম দুজন নোবেলজয়ীর সঙ্গে মধ্যাহ্নভোজ খাবো। কিন্তু আমাদের ভাগ্য এতই সুপ্রসন্ন যে আমরা তিনজন নোবেল জয়ীকে একসঙ্গে পেয়ে গেলাম।

আরও পড়ুন: অমর্ত্যের প্রথম আত্মজীবনী ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’

‘অটোগ্রাফ’ অভিনেত্রী নন্দনা সেন ইমেইল মারফত জানালেন, তিন নোবেলজয়ীর সঙ্গে একসাথে সময় কাটাতে পেরে আমি এবং আমার স্বামী অত্যন্ত গর্বিত এবং খুশি। এই মুহূর্তে নন্দনা শিশুদের ওপর একটি বই প্রকাশ এবং অন্যান্য কয়েকটি অনুষ্ঠান নিয়ে অত্যন্ত ব্যস্ত। বই প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারেন তিন নোবেলজয়ী।’রঙ রসিয়া’ নায়িকার কথায় কলকাতার ছাত্র জীবন নিয়ে দুই নোবেলজয়ীর আড্ডা তখন এমনই জমে উঠেছে যে ম্যানহাটন যেন তখন ‘মিনি কলকাতা’ হয়ে গেছে।

RELATED ARTICLES

Most Popular