ইদ উপলক্ষে আগামী ২৯এপ্রিল মুক্তি পাবে টাইগার শ্রফ,তারা সুতারিয়া অভিনীত ছবি ‘হিরোপন্তি ২’।কিন্তু এখনও ছবির শ্যুটিংই শেষ করে উঠতে পারেননি পরিচালক আহমেদ খান।গত সপ্তাহেই আবুধাবি থেকে ছবির শ্যুটিং সেরে ফিরেছেন পরিচালক ও নায়ক-নায়িকারা।সোমবার রাতেই ফের টাইগার ও তারাকে নিয়ে ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দিলেন আহমেদ খান।সোমবার রাতেই তিনজনকে দেখা গিয়েছে মুম্বই এয়ারপোর্টে।শ্যুটিংয়ের জন্যই তারা ব্যাঙ্কক গিয়েছেন বলে মিলছে খবর।এরপর থেকেই তৈরি হয়েছে জোর জল্পনা।এখনও শ্যুটিংই শেষ হয়নি,তাহলে শেষ পর্যন্ত ইদে ‘হিরোপন্তি ২’ মুক্তি পাবে তো? প্রযোজনা সংস্থা সূত্রে খবর,ছবির অল্প কিছু দৃ্শ্যের শ্যুটিং বাকি রয়েছে।অন্যদিকে পুরোদমে চলছে ‘হিরোপন্তি ২’ এর পোস্ট প্রোডাকশনের কাজ।
চলতি মাসেই তা শেষ হয়ে যাবে বলে মনে করছেন কলাকুশলীরা।ছবির মু্ক্তির দিন ধার্য করে ফেলেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।তাই ২৯ এপ্রিলই বড়পর্দায় আসছে টাইগার শ্রফ,তারা সুতারিয়ার ‘হিরোপন্তি ২’।ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে ভিলেনের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকির অভিনয়।