skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeবিনোদনSrabanti Gym: অনেকটা সময় জিমে কাটাচ্ছেন টলিউডের বিতর্কিত অভিনেত্রী, 'মতলবটা কী'!

Srabanti Gym: অনেকটা সময় জিমে কাটাচ্ছেন টলিউডের বিতর্কিত অভিনেত্রী, ‘মতলবটা কী’!

Follow Us :

টলিউডের এই অভিনেত্রীর পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। মাঝে মাঝেই তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। একের পর এক প্রেম এবং বিয়ে ভাঙ্গা-যা তাঁকে চর্চার কেন্দ্রবিন্দুতে রেখে দেয়। তাঁকে নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই।প্রসঙ্গত, টলিউডের এই সুন্দরী বিতর্কিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির(Srabanti Chatterjee) সঙ্গে তার প্রাক্তন স্বামী রোশন সিং এর বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই তার সঙ্গে নাম জড়িয়েছে অভিরূপ নাগ চৌধুরীর(Aviroop Nag Chowdhury)। যদিও দুজনের কেউই এই সম্পর্কের ব্যাপারে কখনো মুখ খোলেননি। তবে দুজনে একসঙ্গে বিদেশে যে ছুটি কাটাতে গেছেন তার একাধিক প্রমাণ সোশ্যাল মিডিয়ায় পেয়েছে তাঁর ভক্তরা। শ্রাবন্তীর কথায় অবশ্য তাঁরা শুধুই ‘ভালো বন্ধু’।

আরো পড়ুন:Nora Fatehi Bangladesh: আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নোরা পারফর্ম করবেন বাংলাদেশে!

একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। হয়েছে বিচ্ছেদ ও। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি। বিভিন্ন সময় শ্রাবন্তীর ওজন বেড়েছে। সেজন্য ভক্তদের কাছ থেকেই শুনতে হয়েছে তাকে কটাক্ষ। সব সময় যে অভিনেত্রী শেষ হবে কর্ণপাত করেন তা নয়। নিজের ইচ্ছেতেই অনেক কিছু করে বেড়ান। এবার নিজেকে ফিট রাখতে শ্রাবন্তী ছুটেছেন জিমে। তাঁর নিজেরও একটি জিম রয়েছে। এবার তিনি জোরকদমে শরীর চর্চায়(Work Out) মজেছেন। নিজেকে একটু টোনড করতে চান। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় তাকালেই দেখা যাবে সেই সমস্ত ছবি এবং ভিডিও। শুধু জিম(Gym) নয়, ফ্রি এন্ড-ফ্রিস্টাইল সমস্ত রকমই করছেন শ্রাবন্তী। নিজের সৌন্দর্যের সঙ্গে শরীরটাকে মানানসই তো করতে হবে। ক্লান্ত হয়ে পড়লেও ছাড়ছেন না কোচ। গ্লেমার কে ধরে রাখতে হলে শরীরচর্চার ক্লাসে যে একজন বাধ্য ছাত্রী হতে হবে তা তিনি মনে প্রাণে বুঝে গেছেন। নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন হঠাৎ এতটা ফিটনেস ফ্রিক ঠিক হয়ে উঠলেন কেন অভিনেত্রী শ্রাবন্তী! ‘মতলবটা কী’! অনেকে আবার ঘুরিয়ে বাঁকা প্রশ্নও করেছেন। অবশ্য তাতে টলিউডের গ্ল্যামার কুইন খুব একটা কর্ণপাত করছেন না।

RELATED ARTICLES

Most Popular