skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeবিনোদনদুই হাতের মধ্যমা উঁচিয়ে দীপিকা কি বোঝাতে চাইছেন?

দুই হাতের মধ্যমা উঁচিয়ে দীপিকা কি বোঝাতে চাইছেন?

Follow Us :

দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খান এই মুহূর্তে তাদের বহুল প্রতীক্ষিত ছবি পাঠান এর শুটিং নিয়ে স্পেনে ব্যস্ত রয়েছেন। কয়েকদিন আগে শুটিং স্পট থেকে গোপনে তোলা কিছু স্টিলছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যে ছবিগুলোর মধ্যে যেমন শাহরুখ খানের খালি গায়ে লম্বা চুলের অভিনব লুক ধরা পড়েছে। তেমনি দীপিকার বিকিনি পরা তেমনই দীপিকার বিকিনি পরা কয়েকটি ছবি ফাঁস হয়েছে। সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে শফিকুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দীপিকা। তার পড়নে হলুদ রঙের মনোকিনি। পিছন থেকে কেউ একজন তাঁর মনোকিনির উপরের অংশ ঠিক করে দিচ্ছেন। এমন আবেদনময়ী রূপে প্রিয় অভিনেত্রী কে দেখে নানান মন্তব্যে ভরে গিয়েছিল নেট দুনিয়া। খুব স্বাভাবিক কারণেই শুটিং স্পট থেকে এই ধরনের ছবি ফাঁস হয়ে যাওয়ায় বেজায় চটেছেন দীপিকা। আজ নেটিজেনদের আরেকটি ছবি যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা তার দুই হাতের মধ্যমা দেখাচ্ছেন। যেখানে দীপিকাকে একটি লম্বা শীতের জ্যাকেট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁর পাশে রয়েছেন শাহরুখ খান, তার হাতে সিগারেট। তাঁকে একটি কালো জ্যাকেট বেশ ড্যাশিং দেখাচ্ছিলো। বিশেষত দীপিকার এই বিশেষ ভঙ্গিমার ছবিটি দেখার পর বিভিন্ন ধরনের মন্তব্য ভেসে এসেছে নেট দুনিয়ায়। ‘এই আঙ্গুল প্রদর্শন’ অশালীন ইঙ্গিতপূর্ণ তা সকলেই জানে।

এখানে হয়তো অভিনেত্রী কোন কিছু তোয়াক্কা না করার ইঙ্গিত করেছেন। তিনি এই ইঙ্গিত এর মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে এই ছবি ফাঁস হওয়ার বিষয়টি মোটেও তিনি পছন্দ করছেন না। একজন নেটিজেন প্রশ্ন করেছেন এই ছবি ক্লিক করাতেই কি রেগে গেছেন দীপিকা? আর একজন লিখেছেন আজকাল মধ্যমা দেখানো বড়ো ব্যাপার নয়…. যদি এটা কোন হলিউড অভিনেত্রী করে থাকেন… তাহলে তা হবে দুর্দান্ত আইকনিক… কেন্ডাল জেনার প্রায়ই এটা করেন। পাঠান ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। পুরো টিম স্পেনে ১৭ দিন শুটিং করবে।

RELATED ARTICLES

Most Popular