1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর রণক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট
Mariupol | অধিকৃত ইউক্রেনের মারিউপোলে আচমকা সফরে পুতিন, কারণ নিয়ে জল্পনা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রচনা মণ্ডল
  • Update Time : 19-03-2023, 12:14 pm
পুতিন

কিয়েভ: অধিকৃত ইউক্রেনের মারিউপোলে (Mariupol) আচমকা সফরে পুতিন (Putin) । হেলিকপ্টারে করে যুদ্ধবিধস্ত মারিউপোল গেছেন তিনি। সেখানে গিয়ে গাড়িতে করে শহরের বেশ কয়েকটি জায়গা গুড়ে দেখেন পুতিন। মাঝে মাঝে গাড়ি থামিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতায় করেন তিনি। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে (Ukraine) হামলা শুরু করে রাশিয়া (Russia)। ওই বছরের মে মাসে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ মারিউপোলে ব্যাপক হামলা চালিয়ে দখল করে নেয় রুশ বাহিনী। রুশ সেনার একের পর এক গোলা বোমাবর্ষণে মারা গেছেন কয়েক হাজার মানুষ। বাধ্য হয়ে নিজের শহর ছেড়ে অন্য শহরে চলে গেছেন বহু ইউক্রেনীয়।

আরও পড়ুন: Jitendra Tiwari | আসানসোল আদালতে পেশ করা হল জিতেন্দ্রকে, মানুষ জবাব দেবে, বললেন বিজেপি নেতা 

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঘোষিত সফরে ক্রিমিয়ায় যান। তারপর ইউক্রেন থেকে উপদ্বীপটি দখলের নবম বার্ষিকী দিবে ওই সফরে যান। ক্রিমিয়ার সেভাস্তোপলে প্রেসিডেন্টকে স্বাগত জানান গভর্নর মিখাইল রাজভোজায়েভ। তার পর তিনি ওই শহরের একটি শিশু কেন্দ্র ও আর্ট স্কুল পরিদর্শন করেন। 

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পুতিন যুদ্ধাপরাধের সাথে যুক্ত বলে জানিয়েছেন আইসিসি। সেই গ্রেফতারি পরোয়ানা জারি করার একদিন পর ক্রিমিয়া ও মারিউপোলে সফর করেন রুশ প্রেসিডেন্ট।

শুক্রবার (১৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় হেগ ভিত্তিক এ আদালত। যুদ্ধকালীন ইউক্রেন থেকে বেআইনিভাবে জোরপূর্বক শিশুদের রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে পুতিনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে আইসিসি। একই অপরাধে রাশিয়ার প্রেসিডেন্ট দফতরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tags : পুতিন রাশিয়া ইউক্রেন মারিউপোল Mariupol Russia Ukraine VladimirPutin

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.