Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাJitendra Tiwari |  ৮ দিনের পুলিশি হেফাজতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

Jitendra Tiwari |  ৮ দিনের পুলিশি হেফাজতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

Follow Us :

আসানসোল: কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) ৮ দিনের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দিল আসানসোল আদালত (Asansol Court)। আজ, রবিবার (Sunday) আসানসোল আদালতে বিচারক তরুণ কুমার মন্ডল জিতেন্দ্রকে ৮ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানি। এদিকে জিতেন্দ্রকে পুলিশ হেফাজতে নিয়ে যাবার সময়, বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশকে লক্ষ করে স্লোগান দিতে থাকে বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকরা জিতেন্দ্র তিওয়ারি নিজে আইনজীবি থাকার কারনে, নিজেই নিজের কেসের শুনানি করেন। 

রবিবার সকালে আসানসোল আদালতে যাওয়ার সময় তিনি বলেছিলেন, ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করুন, তখন সময়ই সব কিছুর জবাব দিয়ে দেবে।  

আরও পড়ুন: Jitendra Tiwari | আসানসোল আদালতে পেশ করা হল জিতেন্দ্রকে, মানুষ জবাব দেবে, বললেন বিজেপি নেতা  

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর, কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। সেই সময়ই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। ওই কর্মসূচির উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি। সেই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি সহ আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল  থানায়। পাশাপাশি পুলিশ জানিয়েছিল ওই অনুষ্ঠানের জন্য তাঁদের কোনও অনুমতি নেওয়া হয়নি। তারপর বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। একাধিকবার জিতেন্দ্র এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এর পর শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে। সেখান থেকে দমদম বিমানবন্দর হয়ে জিতেন্দ্রকে নিয়ে যাওয়া হয় দমদমের  হাসপাতালে। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর, তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল আসানসোল আদালতে।  

গত ২৩ ফেব্রয়ারি কলকাতা হাইকোর্ট কম্বলকাণ্ডে জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালির আগাম জামিনের আবেদন নাকচ করে। তার পর থেকেই তাঁদের বাড়িতে তালা দেওয়া। এর পর শনিবার গ্রেফতার করা হয় তাঁকে।   

RELATED ARTICLES

Most Popular