Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাED Raid | শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের সল্টলেকের বাড়িতে অ্যাডমিটের জেরক্স...

ED Raid | শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের সল্টলেকের বাড়িতে অ্যাডমিটের জেরক্স এবং চাকরি প্রার্থীদের লিস্ট কী করে এল?

Follow Us :

কলকাতা: ইডির (ED) নজরে এবার শান্তনু (Shantanu Banerjee) ঘনিষ্ঠ অয়ন শীল (Ayan Shil)। তাঁর সল্টলেকের (Saltlake) এফ ডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে অভিযান চালায় ইডি আধিকারিকরা। তল্লাশিতে প্রচুর নথি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হয় বেশ কিছু অ্যাডমিট কার্ডের জেরক্স এবং চাকরি প্রার্থীদের নামের তালিকা। কী করে একজন প্রোমোটারের বাড়িতে চাকরি প্রার্থীদের নামের তালিকা এল, তা নিয়ে জারি জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকরা জানতে চাইছেন, নিয়োগ দুর্নীতিতে সরাসরি তাঁর কোনও যোগ রয়েছে কিনা, সেই বিষয়ে। পাশাপাশি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি কোনও টাকা নিয়েছিলেন কিনা বা নিলেও কী কারণে নিয়েছিলেন, এই সম্পর্কিত বিষয়গুলি জানতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় শনিবার চুঁচুড়া থেকে আটক করা হয় অয়ন শীল নামে এক ব্যক্তিকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই অয়ন শীলের হদিশ মেলে। প্রোমোটার থেকে প্রোডাকশন হাউস এবং পেট্রোল পাম্পের মালিক অয়ন। চুঁচুড়ার জগুদাস পাড়ায় শান্তনুর ফ্ল্যাটের প্রোমোটিং করেন তিনি। সল্টলেকের যে বাড়িতে হানা দিয়েছে ইডি সেখানেই রয়েছে তাঁর ছোটখাটো অফিস। সেখান থেকেই প্রোমোটিংয়ের কাজ-কারবার চালাতেন অয়ন । একইসঙ্গে তাঁর ফিল্ম প্রোডাকশন হাউস রয়েছে বলেও জানা গিয়েছে। সেটিও পরিচালনা করতেন এই অফিস থেকেই। এক বিখ্যাত পরিচালকের সঙ্গেও একটি সিনেমা করেন অয়ন শীল।

আরও পড়ুন:Jitendra Tiwari | আসানসোল আদালতে পেশ করা হল জিতেন্দ্রকে, মানুষ জবাব দেবে, বললেন বিজেপি নেতা 

দীর্ঘ তিন বছর ধরে এই অয়ন শীল (Ayan Shil) এই বাড়িতে ভাড়া থাকেন। শনিবারই তাঁকে ইডির (ED) তরফ থেকে তলব করা হয়। কিন্তু তিনি ইডির কাছে হাজিরা দেননি। বাড়ির মালিক জানান, শনিবার সকালেই অয়ন বলেন ইডি নোটিশ দিয়ে তলব করেছে শনিবার। কিন্তু অয়ন বাড়ি ছেড়ে চলে যান হুগলির চুঁচুড়ায়। অয়নের স্ত্রী এবং ছেলে দিল্লিতে থাকেন। এই ভাড়া বাড়িতে অফিসের কিছু কর্মী থাকেন। বাড়ির পাশাপাশি অফিস হিসাবে এই ফ্ল্যাটটিকে ব্যবহার করেন অয়ন শীল। ইডির ছয় আধিকারিক-সহ শনিবার কেন্দ্রীয় বাহিনীও তল্লাশি করে। 

 ইডি সূত্রে খবর, ২০১৭ সালে চুঁচুড়া পিপুলপাতিতে একটা প্রজেক্ট করেন প্রোমোটার অয়ন শীল। ওই প্রজেক্টে চল্লিশটি ফ্ল্যাট ছিল। সেখানে অয়নের থেকে একটি ফ্ল্যাট কেনেন শান্তনু বন্দোপাধ্যায়। কিন্তু ফ্ল্যাট বিক্রি না হওয়াতে ওই প্রজেক্ট বন্ধ করে দেন অয়ন শীল। এই প্রজেক্ট লস হওয়াতে অয়ন প্রোমোটিং ছেড়ে দেন। এরপর সল্টলেকে এসে থাকতে শুরু করেন। শান্তনুর একাধিক হোটেল, রিসর্ট, প্রমোটিং এর মূল দায়িত্ব ছিল অয়ন শীলের কাঁধে। এদিন ব্যাঙ্কিং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নথি দেখতে চায় ইডি।

RELATED ARTICLES

Most Popular