skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsকাবুল থেকে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে সরানো হয়েছে: বিদেশ মন্ত্রক

কাবুল থেকে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে সরানো হয়েছে: বিদেশ মন্ত্রক

Follow Us :

নয়াদিল্লি: আফগানিস্তানের কাবুলে আটকে থাকা ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে দেশে ফেরাল নয়াদিল্লি। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে একথা জানান, বিদেশ মন্ত্রী ডক্তর এস জয়শঙ্কর। তবে এই জরুরি মুহূর্তে সহজেই দূতাবাসের কর্মীদের দেশে ফেরানো সম্ভব হয়েছে এমনটা নয়। মারাত্মক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মীদের দেশে ফেরানো হয়েছে। এই কাজে সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন মন্ত্রী।

আরও পড়ুন : তালিবানের ছায়া পাকিস্তানে, লাহোরে চুরমার মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর টুইটে লিখেছেন, কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মীদের দেশে ফেরানো খুব কঠিন কাজ ছিল। সেই কাজটির সফলতা দানে সাহায্যকারীদের অসংখ্য ধন্যবাদ।

আরও একটি টুইটে ডক্টর এস জয়শংকর ইউএন সেক্রেটারি কাউন্সিলকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, ২১ জন ভারতীয়কে কাবুল থেকে প্যারিসে স্থানান্তর করতে সাহায্য করায় ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন : সোনিয়ার ডাকা বৈঠকে থাকবেন মমতা, জানালেন ডেরেক

মঙ্গলবার দুপুরে আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত আর. ট্যান্ডন-সহ ১৫০ জন ভারতীয়কে নিয়ে আফগানিস্তান থেকে গুজরাতের জামনগরে ফেরে ভারতীয় বিমান। তালিবানের দখলে যাওয়ার পর আফগানিস্তানের পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। দেশজুড়ে  অবাধে সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ভারতীয় দূতাবাস। ভারতীয় বায়ুসেনার সি -১৭ এয়ার ক্রাফ্ট কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে যায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ট্যুইট করে জানান, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং তাঁর ভারতীয় কর্মীদের অবিলম্বে ভারতে ফেরোনা হবে।”

আরও পড়ুন : অজন্তা বিশ্বাসকে তিন মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম

ভারতীয় দূতাবাসের কর্মীদের সুরক্ষিত রাখতে কাবুল থেকে কূটনীতিকদের সরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভারতীয় বিদেশ মন্ত্রক। রবিবার আফগনিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি দেশ ছেড়ে পালানোর পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান AI244 ১২৯ জন যাত্রীকে কাবুল থেকে দিল্লি নিয়ে আসে। কাবুলের রাষ্ট্রপতি ভবন দখল করে নেয় তালিবানরা। দেশে ফিরে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতির কথা জানান ভারতীয়রা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, তালিবান নেতারা কাবুলের নিয়ন্ত্রণ লাভ এবং আফগানিস্তানের রাজধানীতে প্রেসিডেন্টের প্রাসাদ দখল করার পর দোহায় ভবিষ্যৎ সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তালিবানিদের নির্দেশে কাবুল থেকে বন্ধ হয়ে যায় অসামরিক বিমান পরিষেবা। দেশ ছেড়ে পালাতে হুড়োহুড়ি শুরু হয়। গুলি চলে কাবুল বিমান বন্দরে।

RELATED ARTICLES

Most Popular