skip to content
Sunday, June 16, 2024

skip to content
Homeআন্তর্জাতিকস্বাধীন ভাবে মত প্রকাশের জন্য নোবেল পাচ্ছেন ২ সাংবাদিক

স্বাধীন ভাবে মত প্রকাশের জন্য নোবেল পাচ্ছেন ২ সাংবাদিক

Follow Us :

স্টকহোম: স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার রাখার চেষ্টা করেছেন তাঁরা। সেই কারণে নরওয়েজিয়ান নোবেল কমিটির তরফে ২০২১-এ নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ।

ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা। রাপলার নাম তাঁর একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের ওয়েবসাইটও আছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদক চক্র ও তাঁর বিরুদ্ধে বিতর্কিত বিষয়গুলি নিয়ে অনুসন্ধান চালিয়ে ছিলেন তিনি। শান্তি পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করার পর নরওয়েজিয়ান নোবেল কমিটির সভাপতি বেরিট রিস এন্ডারসন মারিয়া সম্পর্কে বলে যে, ফিলিপিন্সের ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, এই বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন মারিয়া তাঁর মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করে।

আরও পড়ুন : জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

রাশিয়ার সাংবাদিক হলেন দিমিত্রি মুরাতভ। তিনি ১৯৯৩ সালে রাশিয়ায় নোভায়া গাজেটা নামক সংবাদপত্র প্রতিষ্ঠাতা করেন। এন্ডারসন জানান, দিমিত্রির তৈরি এই সংবাদপত্রটি রাশিয়ার সবচেয়ে স্বাধীন সংবাদপত্র। তিনি ২৪ বছর এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন। সেই সময় এই সংবাদপত্রের ৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। দিমিত্রি এখনও রাশিয়ায় নিজের সংবাদ মাধ্যমের বাকস্বাধীনতা রক্ষা করে চলেছেন।

নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে, স্বাধীন ভাবে মত প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সত্যকে সামনে আনে এবং মিথ্যা ও প্রতিহিংসামূলক কাজকর্মে বাধা দেয়। যে কাজ করছেন মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। তাই তাঁদের দু;জনকে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি।

RELATED ARTICLES

Most Popular