skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent Newsভারত সফরে মার্কিন বিদেশ সচিব, হায়দরাবাদ হাউসে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক

ভারত সফরে মার্কিন বিদেশ সচিব, হায়দরাবাদ হাউসে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক

Follow Us :

নয়াদিল্লি: ভারতে পৌঁছলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি জে ব্লিংকেন৷ মার্কিন বিদেশ সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন৷ সন্ধেয় কুয়েতের রওনা দেওয়ার আগে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে৷

আরও পড়ুন- রাজ্যসভা ভোটে আজ মনোনয়ন জমা জহর সরকারের

দুপুর ১২টার দিকে হায়দরাবাদ হাউসে সেই বৈঠক হবে৷ তাঁর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে৷ সূত্রের খবর, তিনি সামরিক জোট ন্যাটো পরবর্তী আফগানিস্তান পরিস্থিতি, আঞ্চলিক সুরক্ষা ও মহামারি করোনাভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন৷ সেই বৈঠক সেরে বৃহস্পতিবারই দিল্লি ত্যাগ করার কথা রয়েছে তাঁর। কোয়াডের সম্মেলন নিয়ে আলোচনার কথাও রয়েছে৷ চীনের প্রভাব মোকাবিলায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র কোয়াড গ্রুপে একত্রিত হয়েছে।

আরও পড়ুন- ঝাড়খন্ডে সরকার ফেলতে কোটি টাকার টোপ, তদন্তে দিল্লি যাবে পুলিশ

গত ২৭ জানুয়ারি জো বাইডেন প্রশাসনের নতুন বিদেশ সচিব (সেক্রেটারি অব স্টেট) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনি ব্লিংকেন৷ তাঁকে ৭১তম সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে নিয়োগ করা হয়েছে। এর আগে গত মার্চে ভারত সফরে আসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং এপ্রিলে সফর করে যান জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিশেষ দূত জন কেরি।

RELATED ARTICLES

Most Popular