skip to content
Monday, June 17, 2024

skip to content
HomeকলকাতাDilip Ghosh | রাজ্যটা বোমা তৈরির হাবে পরিণত হয়েছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ...

Dilip Ghosh | রাজ্যটা বোমা তৈরির হাবে পরিণত হয়েছে, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

Follow Us :

কলকাতা: গোটা রাজ্য বোমা তৈরির হাবে পরিণত হয়েছে বলে দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ বলেন, পশ্চিমবঙ্গকে আমি আফগানিস্তান বললে ববি হাকিমের কষ্ট হয়। আফগানিস্তান কেন, সিরিয়া হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। প্রতিটি ব্লকে ব্লকে বোমার (Bome) কারখানা তৈরি হচ্ছে। সেই বোমা সারা বাংলায় ছড়িয়ে পড়ছে। পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে বোমা সাপ্লাই হচ্ছে।

দিলীপ ঘোষ যখন নিউটাউনে এই অভিযোগ করেন তার কয়েক ঘণ্টার পরেই মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতমস্তককে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও বলেন,  শব্দবাজি কারখানা অবৈধ। শব্দবাজি না করে সবুজ বাজি তৈরির দিকে নজর দিতে হবে। একইসঙ্গে বেআইনি বাজি কারখানা রুখতে সাধারাণ মানুষকেও এগিয়ে আসতে বলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বারুদের গন্ধে ঘুম ভাঙছে রাজ্যবাসীর। এগরার ভয়াবহ বিস্ফোরণের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের প্রশাসনের নাকের ডগায় কীভাবে গজিয়ে উঠল একের পর এক বেআইনি বাজি কারখানা গুলি। শুধু এগরা নয়, শিরোনামে উঠে এসেছে বজবজের চিংড়িপোতা, চম্পাহাটির বাজির কারখানা। এগরা, বজবজ, মালদহ বিস্ফোরণের পর টনক নড়ল পুলিশের। বেআইনি বাজি রুখতে বিভিন্ন জায়গা চলছে এই অভিযান। ঘটনার পরেই রাজ্য পুলিশকে ছয় দফা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারকে। সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর এরপর থেকে অভিযান নামে পুলিশ। একাধিক বাজি দোকান, ব্যবসায়ীর জায়গাতে অভিযান চালানো হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২ লক্ষ ৬২ হাজার কেজি বাজি।

প্রতিদিন রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে ধরা পড়ছে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। আর এই অভিযানে নেমেছে হাওড়া জেলার পুলিশও। এদিন ফের বিপুল পরিমান বাজি উদ্ধার করা হয়েছে জগৎবল্লভপুরের পাতিয়াল মালপাড়া গ্রাম থেকে। এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রায় সাড়ে ১৬ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার করে। তাঁর বাড়িতে অবৈধ শব্দ বাজি-সহ বিভিন্ন ধরনের বাজি মজুত রাখা ছিল।এখানে একটি জঙ্গলের মধ্যে থেকে এই বাজি উদ্ধার হয়। দক্ষিণেশ্বর থেকে বিপুল পরিমান বাজি তৈরির মশলা উদ্ধার করা হল। প্রায় ৫০০ কেজিরও বেশি বাজি তৈরির মশলা উদ্ধার করা হয়।বারাসতে টালিখোলা আড়িববাড়ি এলাকা থেকে ২৫০ কেজি অবৈধ বাজি উদ্ধার করে বারাসত জেলা পুলিশ।

পুলিশি অভিযান শুরু হতেই আন্দোলনের পথে আতশবাজি ব্যবসায়ীরা। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ বাজি ব্যবসায়ীদের। কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস নষ্ট করা হচ্ছে। এমনকি ব্যাপক ধরপাকড় করা হচ্ছে বলেও অভিযোগ একাংশের ব্যবসায়ীদের। এই অবস্থায় আর্থিক ক্ষতি হচ্ছে।

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | Nitin Gadkari | মোদির বিকল্প কে ?নীতিন গড়করিকে চায় সঙ্ঘ ?
00:00
Video thumbnail
TMC | CPIM | রামধাক্কা ! ৪০ বছর দল করেছেন, এবার সিপিএম থেকে তৃণমূলে
00:00
Video thumbnail
WB BJP By Election | বাংলার চার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কারা? এক্সক্লুসিভ রিপোর্ট
08:44:16
Video thumbnail
NEET UG 2024 | ৩০ লক্ষ দিলেই হাতে NEET-এর প্রশ্ন, বিরাট পর্দাফাঁস তদন্তে
08:03:06
Video thumbnail
EVM | Rahul Gandhi | EVM হ্যাকিং? FIR হতে চলেছে? দেখুন চাঞ্চল্যকর ভিডিও
05:37:01
Video thumbnail
Lok Sabha Election 2024 | লোকসভা ভোটে EVM জালিয়াতি? কেন ট্য়ুইট রাহুলের?
08:17:35
Video thumbnail
Yusuf Pathan | ইউসুফ পাঠানকে নোটিস গুজরাতের, পুরসভার বিজেপির হারের বদলা?
06:37:21
Video thumbnail
Weather Update | কলকাতায় ধেয়ে আসছে বর্ষা, কত ঘণ্টার অপেক্ষা?
06:51:05
Video thumbnail
Maharashtra | NDA | মহারাষ্ট্রে আবার খেলা শুরু? NDA ছাড়বেন অজিত? টানটান মোড় মহারাষ্ট্র রাজনীতিতে
08:08:26
Video thumbnail
Adhir Ranjan Chowdhury | তবে কি ইস্তফাই দিলেন অধীর? জানা গেল কীভাবে?
05:44:51