skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাABVP Rally: বিধাননগরে বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, জলকামান

ABVP Rally: বিধাননগরে বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, জলকামান

Follow Us :

কলকাতা: শিক্ষক নিয়োগ নিয়ে চাপে রয়েছে রাজ্য। এই সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে পথে নামল গেরুয়া ছাত্র সংগঠন। বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিকাশ ভবন অভিযান করে। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিসের সঙ্গে তাঁদের ব্যাপক ধস্তাধস্তি হয়। পুলিস জলকামান চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। বিদ্যার্থী পরিষদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য পুলিস জলকামান ব্যবহার করেছে। তাদের দাবি মূলত দুটি। প্রথমত দুর্নীতিমুক্ত শিক্ষাক্ষেত্র। দ্বিতীয়ত এই রাজ্যের নারীদের সুরক্ষা।

আপ টু ডেট ভ্যাকেনসি অনুযায়ী ৯৮৯৬ জনের নিয়োগের দাবিতে সল্টলেকে এপিসি ভবনের সামনে ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্য মঞ্চের মিছিল শুরু হয় উল্টোডাঙা থেকে। বিকাশ ভবনের পথে ইন্দিরা ভবনের সামনে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিস। সেখানেই এবিভিপি সমর্থকরা বিক্ষোভ অবস্থান শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক টেট পরীক্ষা নেওয়ার জন্য ২০১৭ সালে অক্টোবর মাসে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করে। রাজ্যের আড়াই লক্ষ প্রশিক্ষিত ডিএলএড উত্তীর্ণ প্রার্থী আবেদন করেন। পাঁচ বছর পর ২০২১ সালের ৩১ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হয়। ২০২২ সালে ১০ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

আরও পড়ুন- Partha Chatterjee: রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়

এই পরীক্ষায় প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৯৮৯৬ জন সফল হন। পরীক্ষার ফল প্রকাশের পর চার মাস কেটে গেলেও নিয়োগের কোনও বিজ্ঞপ্তি দেয়নি পর্ষদ। তাই দ্রুত আপটু ডেট ভ্যাকেনসি অনুযায়ী ৯৮৯৬ জনের নিয়োগের দাবিতে এদিন আন্দোলনের কর্মসূচি নিয়েছিল এবিভিপি।

RELATED ARTICLES

Most Popular