skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeকলকাতাBlood Price: দাম বাড়ল রক্তেরও

Blood Price: দাম বাড়ল রক্তেরও

Follow Us :

কলকাতা: এবার দাম বাড়ল রক্তের। গত ১৪ জুন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অনিল কুমার এক নির্দেশিকায় জানান, রক্তের প্রসেসিংয়ের ফি ৫০ থেকে ১০০ টাকা বাড়ানো হচ্ছে। এতদিন ডোনার কার্ড না থাকলে সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে বেসরকারি হাসপাতালের রোগীর জন্যে রক্তের প্রসেসিং ফি ছিল ১ হাজার ৫০ টাকা এবার তা বেড়ে হল ১১০০ টাকা।

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ডোনার কার্ড ছাড়া পুরো ব্লাডের প্রসেসিং ফি ছিল ১৪৫০ টাকা, এবার তা বেড়ে হয়েছে ১৫৫০ টাকা। একই ভাবে দাম বাড়ল প্যাকড সেলেরও। আগে প্যাকড সেলের সরকারি দাম ছিল ১০৫০ টাকা, তা এবার বেড়ে হল ১১০০ টাকা। বেসরকারি ক্ষেত্রে প্যাকড সেলের দাম ১৪৫০ টাকা থেকে বেড়ে হল ১৫৫০ টাকা। তবে, প্লাজমা ও প্লেটলেটের দাম একই রয়েছে।

এ ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সাফাই, গত ৩০-৪০ বছর ধরে রক্তের দাম বাড়েনি। এবার তাই সামান্য বাড়ানো হল। তিনি বলেন, স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা বরাদ্দ করে ফি বছর। এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে জিডিপি বেড়েছে। দাম বেড়েছে সব জিনিসেরও। তাঁর আরও দাবি, মুলত প্রাইভেট নার্সিংহোমগুলিকে চাপে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- CBI SSC Recruitment: বাড়ি থেকে মধ্যশিক্ষা পর্ষদে ডেকে এনে সভাপতিকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

RELATED ARTICLES

Most Popular